অনলাইন
গ্রামীণ টেলিকম ভবন দখল চেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার
(৬ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন
রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ বিকালে অন্তত ২০ জনের একটি দল এই দখল চেষ্টা চালায় বলে গ্রামীণ কল্যাণের কর্মীরা জানিয়েছেন। তবে কারা এই দখল চেষ্টা চালিয়েছে তা স্পষ্ট নয়। গ্রামীণ কল্যাণ হলো শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। ওই ভবনে গ্রামীণ কল্যাণের কার্যালয় অবস্থিত। এ ছাড়া ড. ইউনূস প্রতিষ্ঠিত আরও কয়েকটি সেবা প্রতিষ্ঠান রয়েছে এখানে।
গ্রামীণ কল্যাণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রামীণ ব্যাংক ভবন থেকেও কিছু লোক দখল চেষ্টাকারীদের সঙ্গে সেখানে যান। গ্রামীণ কল্যাণের একজন কর্মকর্তা জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বাইরে থেকে কিছু লোক দখল চেষ্টা চালিয়েছে। তারা দাবি করছে, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ শক্তি, গ্রামীণ টেলিকম, এগুলো সব গ্রামীণ ব্যাংকের মালিকানাধীন। এজন্য তারা দখল করতে এসেছে। সন্ধ্যায় গ্রামীণ টেলিকম ভবনে গিয়ে দেখা যায় সেখানে নিরাপত্তা কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাইরের কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না। নিরাপত্তা সংশ্লিষ্টরা জানান বিকালে ২০/২২ জনের একটি দল সেখানে কিছু কাগজপত্র নিয়ে যান। তাদের কেউ কেউ ভবনটি গ্রামীণ ব্যাংকের উল্লেখ করে তা নিজেদের দখলে নেয়ার কথা বলেন। দখল চেষ্টাকারীরা ওই ভবনে অবস্থিত একটি কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেন বলেও নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন।
গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে দখল চেষ্টার কথা বলা হলেও পুলিশ বা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হয় এমন কোনো তথ্য তারা পাননি।
রাতে যোগাযোগ করা হলে মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) কামরুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার কোনো তথ্য তারা পাননি।
গ্রামীণ ব্যাংকের জনসংযোগ বিভাগে এ বিষয়ে যোগাযোগ করা হলে বলা হয়, ভবন বা প্রতিষ্ঠান দখলের বিষয়ে কোনো কিছু তারা জানেন না।
সখিপুরের সখিনার শীতকালে দখিনা হাওয়ার মতো বিচিত্র বাংলা ভাষা পড়ে মুগ্ধ হলাম।
২০০৬ সালে শান্তিতে নোবেল কেবল ড.ইউনূস একাই পাননি। তার সঙ্গে পেয়েছেন গ্রামীণ ব্যাংকও। কিন্তু ড. ইউনূসের আভিজাত্য এবং কথার মাধুর্যের কাছে গ্রামীণ ব্যাংক গ্রাম্যেই থেকে গেছে, পর্দার আড়ালে চলে গেছে ।
ধান বানতে শিবের গীত। মীরজাফর কুমিল্লা প্রোডাকট। ইমরান খানের সেকেন্ড ইন কমান্ড ও কুমিল্লার ফলাফল মীরজাফরী। বড়ই বিচিত্র পলিটিক্স। আফসোস! বড়ই বিচিত্র ড ইউনুস। তিনি তো দুধের মাছি। খ্যাতি আর অর্থ মানুষ নিজেকে অসামান্য ভাবে। অতঃপর কারুনীয় পরিসমাপ্তি
আমি খুশিও না দুঃখিতও না, কারণ যারা অন্যায়কে দেখে চুপচাপ থাকে তাদের জন্য এমন পরিণতি স্বাভাবিক ঘটনা!