ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

মানবজমিন ডিজিটাল

(১২ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৯:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৭ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। দলের নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। শনিবার এক্সে দেয়া পোস্টে তিনি এই ঘোষণা দেন। 

তবে মাস্কের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের তরফে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, ‘আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’ এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না— এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

ইলন মাস্ক এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন। তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন। কিন্তু নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে এ বিরোধ আরও তীব্র হলো বলা যায়। 

সর্বশেষ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। চার বছর পর আবার প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে তার আগে ২০২৬ সালে 
ভোট রয়েছে যুক্তরাষ্ট্রে। এই ভোটকে ‘মিড-টার্ম ইলেকশন’ বলা হয়ে থাকে। দল ঘোষণার পর মাস্ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে 
প্রশ্ন করা হয়েছিল-২০২৬ না ২০২৮, কোন ভোটে তিনি নতুন দল নিয়ে লড়াই করতে চান? মাস্ক লিখেছেন, ‘নেক্স‌ট ইয়ার (আগামী বছর)’, অর্থাৎ ২০২৬ সালে ‘মিড-টার্ম ইলেকশন’-এ লড়বে তার দল।

পাঠকের মতামত

Welcome to United states of Israel

জনতার আদালত
৬ জুলাই ২০২৫, রবিবার, ৪:১৭ অপরাহ্ন

Hope for the best. Don't support Israel.

Nadim Ahammed
৬ জুলাই ২০২৫, রবিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

শুভকামনা। অনেক আগেই আমেরিকার দ্বিতীয় বলয়ের বাইরে বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। আমার মনে হয় ইলন মাস্ক সফল হবেন। আবারও শুভকামনা।

মোঃ মোদাচ্ছের হোসেন
৬ জুলাই ২০২৫, রবিবার, ৯:২৮ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status