অনলাইন
স্বরাষ্ট্র উপদেষ্টা
পাঁচ-ছয় মাসের মতো নির্বাচনের জন্য সময় আছে, প্রস্তুতি নিতে শুরু করেছি
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৮ অপরাহ্ন

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পাঁচ-ছয় মাসের মতো নির্বাচনের জন্য সময় আছে, আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি।’ রোববার রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই–বিভিন্ন রাজনৈতিক দলের এমন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি উনাদের প্রশ্নের উত্তর দেব না। আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি।’
রাজনৈতিক দলগুলোর বক্তব্যের সঙ্গে একমত কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের সাথে না, আমি আমাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। যেহেতু আরো সময় আছে পাঁচ-ছয় মাসের মতো, আমরা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি।’
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অসুবিধা হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনে প্রশাসনে যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা ছাড়াও নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকলের দায়িত্ব রয়েছে।’
নির্বাচনে প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করছেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।’