ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

টাকা ফেরত পেতে অভিনব পন্থা অবলম্বন করলেন এক ইউটিউবার

মানবজমিন ডিজিটাল

(১০ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৩:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২১ অপরাহ্ন

mzamin

আপনি কি কখনো শুনেছেন কেউ কেবল টাকা ফেরত পেতে চরম সীমা অতিক্রম করেছে? তাহলে আপনার ম্যাক্সিমিলিয়ান আর্থার ফশের কাহিনী শোনা উচিত। যিনি ম্যাক্স ফশ নামেও পরিচিত। ম্যাক্স ফশ একজন যুক্তরাজ্য-ভিত্তিক ইউটিউবার, যার সর্বশেষ ভিডিও ‘আই টেকনিক্যালি ডাইড’ ইন্টারনেটে ঝড় তুলেছে। দুই মাস আগে তিনি একটি ফ্লাইট বুক করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ফ্লাইটে চড়তে পারেননি। যখন তিনি টাকা ফেরত চাইতে যান, তখন তিনি বিমান সংস্থার তরফে একটি ‘আইনি ধারা’ দেখতে পান। অনেক যাত্রীই এই আইনের মারপ্যাঁচের জেরে আর টাকা ফেরত পান না।

বিমান সংস্থার নীতিমালা নিয়ে ঘাঁটাঘাঁটি করার সময় ম্যাক্স ফশ দেখতে পান, শোক বা মৃত্যুর ঘটনা ঘটলে বিমান সংস্থাগুলো যাত্রীদের অর্থ ফেরত দেয়। এই অদ্ভুত ধারার জেরেই অভিনব পন্থা অবলম্বন করে ফেলেন ম্যাক্স ফশ। যা মর্মান্তিক পরিণতি ডেকে আনে। ইতালির সেবোর্গায় যাওয়ার সিদ্ধান্ত নেন এই ইউটিউবার। পৌঁছানোর পর ম্যাক্সিমিলিয়ান সেখানকার রাজকুমারী নিনা মেনেগাত্তোর সঙ্গে দেখা করেন, যিনি তাকে কেবল তার রাজ্যের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কেই আলোকিত করেননি, বরং তাকে ‘মৃত্যুর সনদ’ প্রদানের প্রচেষ্টায় সহযোগিতা করেছিলেন। এই নথি হাতে পেয়ে ম্যাক্সিমিলিয়ান বিমান সংস্থার টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়ায় মনোযোগ দেন। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে তার আবেদন জমা দিয়েছিলেন এবং আশ্চর্যজনকভাবে বিমান সংস্থাটি প্রথমে তা গ্রহণ করেছিল, এমনকি তার ব্যাংকের বিবরণও জিজ্ঞাসা করেছিল। তবে, এই সময় গল্পটি একটি অপ্রত্যাশিত মোড় নেয়। তার কর্মকাণ্ডের সম্ভাব্য প্রভাব বুঝতে পেরে তার আইনজীবী পরিস্থিতির গভীরতা বুঝতে পেরে উদ্বেগ প্রকাশ করেন।

আইনজীবী বিষয়টিকে প্রতারণামূলক পদক্ষেপ বলে উল্লেখ করে ম্যাক্স ফশকে সাবধান করে দেন। তিনি ম্যাক্সকে মনে করিয়ে দেন ৫০ ডলার ফেরতের জন্য তিনি যে কাজ করছেন তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। ম্যাক্স ফশের কর্মকাণ্ড অনলাইনে প্রতিক্রিয়ার ঝড় তুলেছে। ৪৭ লাখের বেশি অনুসারী তার গল্প শুনেছেন। একজন ব্যবহারকারী ব্যঙ্গ করে বলেন, কল্পনা করুন আপনি নিজেই নিজের মৃত্যুর ভান করছেন। আর তাতে সাহায্য করছে ইতালির একটি রাজ্য।

ম্যাক্স ফশের এই পদক্ষেপ টাকা ফেরত সংক্রান্ত বিমান সংস্থার নীতিমালাকে প্রশ্নের মুখে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় তৃতীয় একজন মন্তব্যকারী যুক্তি দিয়েছেন, যদি বিমান সংস্থা নির্দিষ্ট করে না বলে থাকে যে আপনাকে মৃত হতে হবে, তাহলে আইনত মৃত্যু সনদ পাওয়া জালিয়াতি হিসেবে গণ্য করা উচিত নয়। এই বিষয়গুলো সম্পর্কে সুনির্দিষ্ট এবং স্পষ্ট ধারা তৈরি করার দায়িত্ব বিমান সংস্থার। ফশ কেবল বিমান সংস্থা নীতিমালার একটি অদ্ভুত ফাঁকই তুলে ধরেননি, বরং টাকা ফেরতের ক্ষেত্রে বিমান সংস্থার নীতিমালা সম্পর্কে একটি সমালোচনামূলক আলোচনার জন্ম দিয়েছেন। সূত্র: গালফ নিউজ

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status