ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির দিন শেষ হয়েছে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

(৭ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ৬:৫৫ অপরাহ্ন

mzamin

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে অনেক বাহাদুরি দেখিয়েছে দাদাবাবুরা। সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। তিনি বলেন, যদি সীমান্তে আর কোনো আগ্রাসন চালানো হয়, আমার ভাইদের হত্যার চেষ্টা করা হয় তাহলে আমরা সীমান্তের উদ্দেশে লংমার্চ ঘোষণা করব। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে। আমরা এ রকম আগ্রাসন আর মেনে নেব না।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান, যারা গুলির সামনে বুক চেতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছি। 

তিনি বলেন, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। কিন্তু দুঃখের বিষয়, এত ঐতিহ্যবাহী জেলা হওয়ার পরও এ এলাকার আমকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সরকারই উদ্যোগ গ্রহণ করেনি।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত। কিন্তু এ শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এ জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নেয়া হয়নি।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সদস্যসচিব আকতার হোসেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মো. আলাউল হকসহ অন্য নেতারা।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status