অনলাইন
৯০ তম জন্মদিনের আগে দলাই লামা
আশা করছি মানুষের সেবা করার জন্য আরও ৩০- ৪০ বছর বাঁচব
মানবজমিন ডিজিটাল
(৯ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৫, রবিবার, ১:১৫ অপরাহ্ন

তিব্বতের আধ্যাত্মিক ধর্মগুরু দলাই লামা স্বয়ং তার উত্তরাধিকার নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটালেন। তিনি বলেছেন, আরো ৩০ থেকে ৪০ বছর বেঁচে থেকে জনগণের সেবা করে যেতে চান। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা তেনজিং গ্যাতসোর ৯০তম জন্মদিন রবিবার। তার আগে ম্যাকলিয়োদগঞ্জে দলাই লামা মন্দিরে তার দীর্ঘায়ু কামনা করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই তিব্বতি এই ধর্মগুরু ভবিষ্যদ্বাণী করেন, তিনি স্পষ্ট ইঙ্গিত পেয়েছেন তার উপর আভালোকিতেশ্বরের আশীর্বাদ রয়েছে। দলাই লামা বলেন, ‘একাধিক ভবিষ্যদ্বাণী দেখে আমার মনে হচ্ছে আভালোকিতেশ্বরের আশীর্বাদ পেয়েছি। এখনও পর্যন্ত আমার পক্ষে যা যা করা সম্ভব সবটাই করেছি। আপনাদের প্রার্থনা বিফল হয়নি। আশা করছি, আরও ৩০-৪০ বছর ঈশ্বরের আশীর্বাদে আমি বেঁচে থাকতে পারব।’
নিজের নির্বাসিত জীবনের কথা স্মরণ করে দলাই লামা বলেন,“আমি দেশ হারিয়েছি। ভারতে এসে আমাদের আশ্রয় নিতে হয়েছে। এখানে আমি মানুষের যথাসম্ভব উপকার করেছি। ধর্মশালায় যারা থাকেন তাদের ভালোর জন্য সর্বদা চেষ্টা করেছি। যতদিন পারব মানুষের উপকার করার চেষ্টা করব।”
সম্প্রতি দালাই লামার উত্তরাধিকার নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা ভারত ও চীনের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন যে পরবর্তী দলাই লামার নির্বাচনের ক্ষেত্রে বেইজিং কর্তৃক অনুমোদিত একটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং ভারতকে তিব্বত-সম্পর্কিত বিষয়গুলো ‘সতর্কতার সাথে’ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন তিনি। সতর্ক করে দিয়েছেন যে, এটি দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। বৃহস্পতিবার ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রতিক্রিয়ায় বলেন যে, পরবর্তী দলাই লামা কে হবেন তার সিদ্ধান্ত কেবলমাত্র বর্তমান দলাই লামা এবং তিব্বতি বৌদ্ধধর্মের ধর্মীয় ঐতিহ্যের উপর নির্ভরশীল। দলাই লামা তেনজিং গ্যাতসো বলেছেন যে তার উত্তরসূরি ভারত-ভিত্তিক গাদেন ফোদ্রাং ট্রাস্ট দ্বারা নির্বাচিত হবে। এই বিষয়ে বহিরাগত কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া