ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবনমন

স্পোর্টস ডেস্ক

(৩ বছর আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ৩:৩৬ অপরাহ্ন

mzamin

ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে টাইগারদের অ্যান্টিগা টেস্ট। যতটুক প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ তারা গোটা কৃতিত্বই সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই ফিফটি হাঁকান টাইগার অধিনায়ক। বল হাতেও আলো ছড়ান সাকিব। নৈপুণ্য ছড়ানো পারফরম্যান্সের সুবাদে টেস্টে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছিলেন সাকিব। তবে সেন্ট লুসিয়ায় ফের ব্যর্থ হন তিনি। যেকারণে এক ধাপ পিছিয়ে নতুন র‌্যাঙ্কিংয়ে সাকিব রয়েছেন তিনে।

সেন্ট লুসিয়ায় দুই ইনিংসে উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাট হাতে দুই ইনিংসে টাইগার অধিনায়কের সংগ্রহ মোটে ২৪ রান। সাদামাটা পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। ৩২৮ রেটিং পয়েন্ট সাকিবের।

সাকিবকে টপকে দ্বিতীয় স্থান দখল করেছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং ৩৪১ পয়েন্ট। ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

এদিকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে লড়াকু ফিফটি উপহার দেন সোহান। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৪ করা এই মিডল অর্ডার ব্যাটার সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ইনিংসে করেন ৬০ রান। অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ১৪ ধাপ এগিয়ে ৮৪তম স্থানে রয়েছেন সোহান। ১১ ধাপ এগিয়ে শান্ত রয়েছেন ৮৮তম স্থানে। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status