বিশ্বজমিন
গাজার ৮০ ভাগ বসতবাড়ি ধ্বংস
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

গাজায় শতকরা কমপক্ষে ৮০ ভাগ বসতবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে। প্রায় ৭৩০০০ বাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে। কমপক্ষে দুই লাখ ৯০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ২২শে জানুয়ারি পর্যন্ত ইসরাইলের হামলায় এ অবস্থা হয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এজেন্সি ওসিএইচএ এক রিপোর্টে এ কথা বলেছে। এর আগে জাতিসংঘের ত্রাণ সহায়তা বিষয়ক এজেন্সি ইউএনআরডব্লিউএ সূত্র হিসেবে উল্লেখ করেছিল শেলটার ক্লাস্টারকে। তারাই এবারকার তথ্য দিয়েছে। তারা রিপোর্ট করেছে যে তাঁবুতে এবং নিজেদের উদ্যোগে অস্থায়ী আবাসে ভীষণ গাদাগাদি করে বসবাস করছে মানুষ। একটি তাঁবুতে বসবাস করছেন কমপক্ষে ১৫ জন করে মানুষ।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
৭