ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

পদ্মা সেতুতে প্রথম টোল প্রদানকারী হতে লড়াই

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২৭ জুন ২০২২, সোমবার
mzamin

শনিবার রাত থেকেই মোটরসাইকেল, বাস, ট্রাকের সারি। পদ্মা সেতু পার হওয়ার জন্য টোল প্লাজা থেকে প্রায় ২ কিলোমিটার রাস্তাজুড়ে সবাই অপেক্ষমাণ। জনসাধারণের জন্য খুলে দেয়ার পর মাওয়া প্রান্ত থেকে কার যানবাহন প্রথম টোল প্রদান করে পদ্মা সেতু পাড়ি দিবে এ জন্য অনেকে সেতুর মাওয়া প্রান্তে অবস্থান নেন। ভোর হতেই এই প্রতিযোগিতা তীব্র হয়ে ওঠে। সকাল ৫টা ৫৮ মিনিটে টোল প্লাজার ৬টি কাউন্টারের মধ্যে ৫টি কাউন্টার খুলে দেয়া হয়। এরপরই সবাইকে পেছনে ফেলে প্রথম টোল প্রদান করে জাজিরা প্রান্তের দিকে ছুটে যান বলে দাবি করেন ঢাকার কামরাঙ্গীরচর থেকে ঘুরতে আসা আমীর  হোসেন (৩৫)। তবে তার টোকেন নাম্বারের সিরিয়াল প্রথম ছিল না।  ট্রাকের মধ্যে প্রথম পার হয় চালক শিবু দাস। প্রাইভেটকারের মধ্যে প্রথম টোল প্রদানকারী গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-২৮-০৯৮৬। অপরদিকে এনা পরিবহনের একটি বাস টোল প্রদান করে জাজিরার দিকে ছুটে যায়।

বিজ্ঞাপন
গতকাল সকাল থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, সৌখিনভাবে সেতু পার হওয়ার জন্য মোটরসাইকেল আরোহীদের ভিড়। অনেককে দেখা যায় সেতু বিভাগের নির্দেশনা অমান্য করে সেতুর বিভিন্ন স্থানে মোটরসাইকেল ও গাড়ি থামিয়ে বিভিন্নভাবে ছবি ও ভিডিও ধারণ করছে। বেশ কয়েকটি দলকে দেখা যায় একই রকম টি-শার্ট পরে সেতুর উপর দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছে। অপরদিকে বেশ কয়েকটি স্থানে গানের তালে তালে টিকটক ভিডিও তৈরি করছে। পুলিশের টহল টিম থাকলেও এসব ভিডিও ধারণকারীরা তাদের নিষেধ আমলে নেয়নি।  মাওয়া প্রান্তের টোল প্লাজার ম্যানেজার কামাল হোসেন বলেন, সকাল ৬টার দিকে একটি মোটরসাইকেল টোল প্লাজা অতিক্রম করে। টোল প্লাজার ৬টি কাউন্টারের মধ্যে ৫টি খোলা রাখা হয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status