ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

আস-সাদকা ফাউন্ডেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার, ৬:১১ অপরাহ্ন

mzamin

আস-সাদকা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সমাজসেবা ও জনকল্যাণে অবদান শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকায়  এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন পরিকল্পনা দরিদ্র উন্নয়ন ও আইন বিষয়ক অতিরিক্ত সচিব ও আস-সাদকা ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা জোবাইদা বেগম। সম্মেলন উদ্বোধন করেন এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাসান মনছুর (শাহীন)। আস-সাদকা ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি তামজিদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা আকরাম হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী ও আস-সাদকা ফাউন্ডেশন বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট মো. ছারওয়ার কামাল চৌধুরী, উপদেষ্টা ইয়াছমিন আক্তার মিম, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির মানিক প্রমুখ। সম্মেলনের বক্তারা বলেন, আস-সাদকা ফাউন্ডেশন বাংলাদেশ কিছু সৎ ও নির্লোভ মানুষ দ্বারা পরিচালিত। বর্তমানে সমাজসেবা ও জনকল্যাণে বিশেষ অবদানের কারণে সংগঠনটি আলোচনায় এসেছে। আগামীদিনে জাতীয় পর্যায়েও এর অবদান পরিলক্ষিত হবে বলে আশা করেন তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য মো. সাইফুল ইসলাম শিমুল।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status