ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

বিধানসভা নির্বাচন

বিজেপি পশ্চিমবঙ্গে দলের ব্যাটন তুলে দিলো শমীক ভট্টাচার্যের হাতে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা
৪ জুলাই ২০২৫, শুক্রবার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর দশ মাস বাকি। তার আগেই বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে দলের ব্যাটন তুলে দিয়েছেন দলের পরীক্ষিত সৈনিক ও মুখপাত্র শমীক ভট্টাচার্যের হাতে। বৃহস্পতিবারই তার হাতে তুলে দেয়া হয়েছে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিয়োগের চিঠি। এরফলে তিনি কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত হলেন। গত নির্বাচনের পর সুকান্তকে রাজ্য বিজেপি’র সভাপতি করা হয়েছিল। এবার তাকে সরিয়ে দায়িত্ব দেয়া হলো রাজ্যে দলের মুখপাত্র ও রাজ্যসভার সংসদ সদস্য শমীককে।
শমীক বিজেপি’র ভেতরে-বাইরে ‘শহুরে শিক্ষিত মধ্যবিত্ত’ বলে পরিচিত। রাজ্যে গেরুয়া শিবির যখন কোনো শক্তি হিসাবে গণ্য হতো না, তখন থেকে এখনো পর্যন্ত একইভাবে বিজেপি’র মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমকে সামলেছেন দলের মধ্যে ‘বাগ্মী’ বলে পরিচিত শমীক। বাম জমানায় রাজ্যে বিজেপি’র ভোট যখন ছিল ১১.৫ শতাংশ তখনো হিন্দুত্ব ও জাতীয়তাবাদের হয়ে সোচ্চার থেকেছেন শমীক। ভোটে লড়াই থেকে সংগঠন ও মতাদর্শের প্রতি নিবিষ্টতার জন্যই তিনি বেশি পরিচিত দলের কর্মীদের কাছে। আর পরিচিত বাংলা শব্দচয়ন, বাগ্মীতা ও তার দৃপ্ত কণ্ঠস্বরের জন্য। দলের রাজ্য সভাপতি হওয়ার খবর পাওয়ার পর শমীক বলেছেন, ‘এই মুহূর্তে কোনো নির্দিষ্ট মুখ বা নির্দিষ্ট ব্যক্তির হাতে পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়ন্ত্রণ নেই। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন লড়াই কার সঙ্গে কার। স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে। সুতরাং কে মুখ, কে কোন পদে, সেটা বড় কথা নয়। পাশাপাশি সভাপতি হয়েই ভোটের ঢঙ্কা বাজিয়ে দিয়েছেন শমীক। বলেছেন, ‘আগামী নির্বাচন বাংলা থেকে লগ্নি বেরিয়ে যাওয়া আটকানোর নির্বাচন। বাংলায় উপযুক্ত কর্মসংস্থান তৈরি করে রাজ?্য থেকে মেধার নিরন্তর বহির্গমন রোখার নির্বাচন। হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার স্বার্থে এই নির্বাচন শেষ সুযোগ। মানুষ সেই কথাটা মাথায় রেখেই নির্বাচনে যাবেন। অন্য সব কিছু গৌণ।’ ২০১৪ সালে প্রথমবার ভোটে লড়েন শমীক বাবু। বসিরহাট দক্ষিণ উপনির্বাচনে জয়ী হন। কিন্তু ২০১৬ সালে ওই আসন থেকেই দীপেন্দু বিশ্বাসের কাছে পরাজিত হন। এরপর ২০১৯ সালে দমদম লোকসভা কেন্দ্র থেকে লড়াই করে সৌগত রায়ের কাছে পরাজিত হন শমীক বাবু। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর আসনে অদিতি মুন্সির কাছে পরাজিত হন। ২০২৪ সালে ৪ঠা এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে বিজেপি’র প্রথম রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হন শমীক বাবু। শমীক বাবুই এখন রাজ্য বিজেপি’র নেতৃত্বে। সামনে লক্ষ্য ২০২৬-এর নির্বাচন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status