ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

কুলাউড়ায় নারীদের উচ্চ শিক্ষার সম্ভাবনা শীর্ষক সেমিনার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

মৌলভীবাজারের কুলাউড়ায় নারীদের উচ্চ শিক্ষার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা এবং প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে হাজীপুর ইউনিয়নে এমএ আহাদ আধুনিক কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। এতে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন, শিক্ষা মানুষের সুযোগ নয় অধিকার। এ জন্য প্রত্যেককে পড়ালেখা শিখে শিক্ষিত হতে হবে। প্রতিষ্ঠান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান বাড়াতে হবে। নারী শিক্ষা বিস্তারে সরকার প্রান্তিক এলাকায় কাজ করে যাচ্ছে। গত ১৫ বছর উন্নয়ন থেকে কুলাউড়া অনেক পিছিয়েছে। সেমিনারে কুলাউড়ার উন্নয়নে এক সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। প্রধান আলোচক মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, নারী শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
শিক্ষাক্ষেত্রে নারীরা এখন আর পিছিয়ে নেই। এমনকি গ্রাম এলাকায়ও। আওয়ামী লীগ সরকারের আমলে নারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সকল পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উপজেলার হাজীপুর ইউনিয়নের এমএ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা মো. আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের সভাপতি মেজর (অব.) নূরুল মান্নান চৌধুরী। কলেজের অধ্যক্ষ মো. হানিফ ও প্রভাষক আলাউদ্দিন কবিরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শমসেরনগর বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ ও বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সমাজসেবা কর্মকর্তা জাহানারা আক্তার লিজা, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, কুলাউড়া বিআরডিবি’র চেয়ারম্যান তালুকদার মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status