ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

উপজেলা নির্বাচন করতে পারছেন না ক্যাসিনো সেলিম

স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৪, মঙ্গলবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের নির্বাচন করা আটকে গেল। তার মনোনয়নপত্র গ্রহণ করতে ও প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেয়া আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ফলে সেলিম প্রধান নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
আদালতে হাবিবুর রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান, সঙ্গে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। আর সেলিম প্রধানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক শুনানিতে ছিলেন। আইনজীবী মাহিন এম রহমান বলেন, আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ফলে সেলিম প্রধান নির্বাচনে অংশ নিতে পারবেন না। ওই উপজেলা পরিষদ নির্বাচনে ২১শে মে ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।
গত ৩০শে এপ্রিল প্রার্থিতা ফিরে পেতে সেলিম প্রধানের করা এক রিটের শুনানি নিয়ে রুল দিয়ে হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে সেলিম প্রধানের মনোনয়নপত্র গ্রহণ করতে ও তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। ফলে সেলিম প্রধানের নির্বাচনে অংশ নেয়ার পথ খুলেছিল।

বিজ্ঞাপন
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হাবিবুর রহমান আপিল বিভাগে আবেদন করেন, যা ২রা মে চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন শুনানি নিয়ে আদালত সেলিম প্রধানের প্রার্থিতা বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন। সেইসঙ্গে আবেদনের ওপর ৫ই মে শুনানির জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায়  গতকাল চেম্বার আদালতে শুনানি হয়।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status