দেশ বিদেশ
হিটস্ট্রোকে মৌলভীবাজার জেলা ছাত্রদল নেতার মৃত্যু
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৮ মে ২০২৪, শনিবারহিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা ছাত্রদলের অন্যতম সদস্য ছাত্রনেতা ইমদাদুল হক ফাহাদ (২৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি শহরের মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা ছিলেন। গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউসকান্দি গ্রামে। তার বাবা নবীগঞ্জ উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য ও আউসকান্দি ইউনিয়ন সভাপতি।
জানা যায়, ফাহাদ ব্যক্তিগত কাজে নীলফামারীতে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ মাথা ও বুকে ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত নীলফামারী সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার মৃত্য নিশ্চিত করেন। ফাহাদের মরদেহ মৌলভীবাজার নিয়ে আসার পর জানাজার সময়সূচি জানানো হবে বলে জানান পৌর ছাত্রদলের আহ্বায়ক ছাত্রনেতা ইহাম মোজাহিদ। ফাহাদ মৌলভীবাজার সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করেন। বিনয়ী, নম্র ও ভদ্র নেতাকে অকালে হারিয়ে তার পরিবারের সদস্য স্বজন, রাজনৈতিক সহকর্মী, সহপাঠী ও বন্ধুরা বিলাপ করছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আকিদুর রহমান সোহানসহ জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা ফাহাদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।