দেশ বিদেশ
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেটে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৮ মে ২০২৪, শনিবারআওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দরগাহ্ হযরত শাহ্ জালাল (র) মসজিদে গতকাল এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ্ ফরিদ আহমদ, এডভোকেট মো. নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী, সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহীদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ প্রমুখ। এ সময় আলোচনায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে তার নিরবচ্ছিন্ন দীর্ঘ সংগ্রাম শুরু হয়। জেল-জুলম, অত্যাচার কোনো কিছুই তাকে তার সংগ্রামী পথ থেকে টলাতে পারেনি। জাতির পিতা আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে জাতির পিতার রেখে যাওয়া সোনার বাংলা গড়ার স্বপ্ন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে আজ আমরা ঐক্যবদ্ধ।