ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ফরিদপুরে শ্রমিক হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৪, শনিবার

ফরিদপুরের মধুখালীতে মন্দিরের প্রতিমায় আগুন দেয়ার অভিযোগ তুলে দুই নির্মাণ শ্রমিকের হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর চত্বর থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ দাবি জানান। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। ‘ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ ও ফরিদপুরের পঞ্চপল্লীতে মুসলিম শ্রমিক সহোদর হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, মধুখালীর পঞ্চপল্লীতে মুসলিম দুই সহোদরকে পিটিয়ে যে হত্যা করা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। খুনিদের মধ্যে প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন। কোন অপশক্তির চাপে ফরিদপুরে মুসলিম সহোদর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারে টালবাহানা বরদাশত করা হবে না। প্রয়োজনে সারা দেশের প্রতিবাদী জনতা আবারো গর্জে উঠবে। এই ঘটনা পরবর্তী ফরিদপুরের সর্বস্তরের জনতার প্রতিবাদ মিছিলে প্রশাসনের হামলা ও গ্রেপ্তারের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে গ্রেপ্তারকৃত প্রতিবাদী জনতাকে মুক্তি দিতে হবে, আহতদের সুচিকিৎসা দিতে হবে।

বিজ্ঞাপন
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত সফল হতে দেয়া যাবে না। উগ্র হিন্দুত্ববাদের ঠাঁই বাংলাদেশের মাটিতে হবে না।  আব্দুল বাছিত আজাদ বলেন, ফিলিস্তিনের ওপর দীর্ঘ ৬ মাস ধরে চলমান ইসরাইলি বর্বরতা বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে।এ ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক অঙ্গনে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি। ঈদের দিন ইসরাইল থেকে সরাসরি বিমান বাংলাদেশে কেন এলো এবং আবার কি নিয়ে চলে গেল সরকারকে তার জবাবদিহি করতে হবে। ইসরাইলের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ স্থাপন বাংলাদেশের মানুষ বরদাশত করবে না।  দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status