ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

খুলনার হত্যা প্রচেষ্টার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৭ এপ্রিল ২০২৪, শনিবার

খুলনার গরিবের ডাক্তার খ্যাত ডা. শওকত আলী লস্কর হত্যা মামলার প্রধান আসামি লকিয়াত উল্ল্যার অন্যতম সহযোগী গোলাম মাওলা শিমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে হত্যা মামলার বাদী শাহাবুদ্দিন লস্করের ওপর হামলা ও হত্যা প্রচেষ্টা মামলায় তাকে ঢাকা মহানগরী আদাবর থানা পুলিশের সহযোগিতায় কেএমপি সোনাডাঙ্গা পুলিশ গ্রেপ্তার করে । পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োফার্মার সাবেক চেয়ারম্যান ও খুলনা কিওর হোম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শওকত আলী লস্করের মৃত্যুর ঘটনায় তার পরিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার বাদী ছিলেন শওকত আলী লস্করের ভাই শাহাবুদ্দিন লস্কর। এতে প্রধান আসামি করা হয়েছে বায়োফার্মা লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লকিয়াত উল্ল্যাসহ ৭ জনকে। ঘটনার পরে ১৯শে মার্চ মামলার বাদী শাহাবুদ্দিন লস্করের ওপর লকিয়াত উল্ল্যা, আনোয়ারুল আজিম, গোলাম মাওলা শিমুল, মিলাদ উদ্দিন, মাকসুদ আলী, আলাউদ্দিন আজাদ ও নাজমুল হোসেনের নেতৃত্বে সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় গত ১২ই এপ্রিল শাহাবুদ্দিন লস্কর বাদী হয়ে কেএমপি সোনাডাঙ্গা থানায় হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন। গতকাল সোনাডাঙ্গা থানা পুলিশের ডিএমপি’র সহযোগিতায় ঢাকার আদাবর এলাকা থেকে অভিযুক্ত আসামি গোলাম মাওলা শিমুলকে গ্রেপ্তার করে খুলনায় আনা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন মণ্ডল জানান, মামলার অর্থ জোগানদাতা ও মদতদাতাকে চিহ্নিত করার জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ দরকার।

বিজ্ঞাপন
তাই রিমান্ডের আবেদন করা হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status