ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

খান সাহেব এ এফ মোহাম্মদ নুরুল্লাহ’র ৪১তম মৃত্যুবার্ষিকী আজ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কৃতীসন্তান প্রখ্যাত সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত এ এফ মোহাম্মদ নুরুল্লাহ ওরফে খান সাহেবের ৪১তম মৃত্যুবার্ষিকী ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হবে আজ। দিনটিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পারিবারিক ভাবে কুরআন তিলাওয়াত, মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্টিত হবে। খান সাহেব এএফ মোহাম্মদ নুরুল্লাহ ইংরেজি ১৯০০ সন, বাংলা ৮ ভাদ্র ১৩০৭ সালে উপজেলার খড়কমারা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালের এই দিনে ৮৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জামান। জীবদ্দশায় অর্ধ-শতাব্দী কাল জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগের মাধ্যমে নিবিড়ভাবে মাঠ পর্যায়ে জনসেবামূলক কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৪৫ সনে ‘খান সাহেব’ উপাধিতে ভূষিত হন। মরহুমের স্মৃতি স্মরণে কান্দিগ্রাম-দাড়িয়াকান্দি হতে কুলিয়ারচর বাজার পর্যন্ত রাস্তার নাম রাখা হয়েছে ‘খান সাহেব মৌলভী এএফ মোহাম্মদ নুরুল্লাহ সড়ক’। ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে খান সাহেব সমাজ সেবার ব্রত নিয়ে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করে স্থানীয় তাতারকান্দি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। একে একে তিনি কর্মময় জীবনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুলিয়ারচর বোর্ড কাউন্সিলে একটানা ৪২ বছর প্রেসিডেন্ট ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ছিলেন বিলুপ্ত কিশোরগঞ্জ লোকাল বোর্ডের সদস্য ও ভাইস চেয়ারম্যান, টানা ২২ বছর ময়মনসিহ জেলা বোর্ডের সদস্য, কুলিয়ারচরের প্রথম সাব রেজিস্ট্রার, ঋণ সালিসি বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি।

বিজ্ঞাপন
এই জননেতার ৬ষ্ঠ ছেলের মধ্যে নূরুল মিল্লাত কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে তিনি উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সকলের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status