বিশ্বজমিন
ভারতে সড়ক দুর্ঘটনা: অগ্নিদগ্ধ হয়ে ৮ মৃত্যু
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২৩, রবিবার, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

ভারতের বেরেলি-ননীতাল মহাসড়কে শনিবার রাতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ মোট আটজন নিহত হয়েছেন। একটি ডাম্পার এবং একটি এসইউভি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। অনলাইন টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়ে বলছে, গাড়িটির একটি টায়ার বিস্ফোরিত হওয়ার কারণে উত্তর প্রদেশে এই ঘটনা ঘটে। ভোজিপুরা পুলিশ স্টেশনের কাছে ঘটনার সময় বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে দুটি গাড়িই আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। সেখানে পুলিশ উপস্থিত হয়ে দেখতে পায়, প্রাইভেট কারটি অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। তাতে তখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল। অগ্নিনির্বাপণকারীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে প্রাইভেট কারের ভিতরে থাকা মানুষগুলো জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। তারা এ সময় গাড়িটির ভিতর থেকে লকড অবস্থায় ছিলেন। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে পুলিশ।