ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

নিজের শরীরকে ক্যানভাস বানিয়ে ছবি আঁকেন এই দ. কোরিয়ান শিল্পী

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৬ অপরাহ্ন

mzamin

নিজের মুখমণ্ডলকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে পরাবাস্তব ছবি আঁকেন দক্ষিণ কোরিয়ার চিত্রশিল্পী ডাইন ইউন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। সিএনএনকে তিনি জানান, তার কাজ তার নিজের কাছে সুন্দর লাগলেও অনেকের কাছে এগুলো ভয়ঙ্কর লাগতে পারে। 

প্রায়ই তিনি নিজের মুখে একেক ধরণের পরাবাস্তব ছবি আঁকেন। মানুষ এ জন্য তার দিকে যেভাবে তাকিয়ে থাকে তা পছন্দ করেন এই চিত্রশিল্পী। ৩০ বছর বয়সী এই শিল্পী বলেন, তার কাজ সবথেকে বেশি সাড়া ফেলেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। ২০১৬ সালে তার কাজ প্রথমবারের মতো অনলাইনে ভাইরাল হয়। এর আগে অবশ্য তাকে দক্ষিণ কোরিয়ায় কেউ চিনতো না। তবে এরপর থেকে কোরিয়ানরা তার কাজের প্রশংসা করা শুরু করেন। ইউন বলেন, শুধু আমি নই, যদি কোনো কোরিয়ান শিল্পী বা গায়ক বিদেশ থেকে প্রশংসা পায় তাহলে কোরিয়ানরাও তার প্রশংসা করতে শুরু করে।

এরইমধ্যে ইউন কাজ করেছেন হ্যালসি এবং জেমস ব্লেকের মতো সঙ্গীতজ্ঞদের সঙ্গে। এছাড়া তিনি এসতি লাউডার, বিএমডব্লিউ, অ্যাপল ও অ্যাডিডাসের মতো ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করেছেন। ভগ ও হারপার্স বাজার তার ছবি প্রকাশ করেছে। ইউন বলেন, তিনি কখনই পোস্ট-প্রোডাকশনে তার ছবি এডিট করেন না। তার শুধু একটি আয়না, একটি ক্যামেরা এবং বডি পেইন্ট প্রয়োজন। প্রতি শ্যুটে তিন থেকে ১২ ঘন্টার মতো সময় লাগে। এত দীর্ঘ সময় ধরে অন্য মডেলের ওপরে কাজ করা বেশ কঠিন। তিনি অন্য কারও সময় নিতে চান না বলে নিজেই মডেল হন।

ইউনকে অনেকেই বলেন যে, তার কাজ দেখলে মাথা ঘুরায় এবং মাঝে মাঝে বিরক্তিকরও লাগে। কারণ তার আঁকা মানুষের মুখের আকৃতি বদলে দেয়, কখনও বিকৃত মনে হয়। তবে অনেক সময় এমন ভক্তও পাওয়া যায়, যিনি তার কাজের দারুণ অর্থ বের করতে পারেন। বেশিরভাগ সময়ই ইউন কৌতুকপূর্ণ ছবি আঁকেন। তার কাজ মূলত তার অভ্যন্তরীণ জগতকে প্রকাশ করে। তিনি কেমন অনুভব করছেন তাই তিনি নিজের মুখে ছবি একে ফুটিয়ে তুলেন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status