খেলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট
পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা
স্পোর্টস রিপোর্টার, মিরপুর (ঢাকা) থেকে
(১০ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৬ অপরাহ্ন
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আগামীকাল তৃতীয় দিনের খেলা ১৫ মিনিট আগে অর্থাৎ ৯.১৫ মিনিটে শুরু হবে।
মিরপুরে নেই কোনো সুখবর
অপেক্ষা যেন শেষই হচ্ছে না। মিরপুরের আকাশ কিছুতেই পরিস্কার হচ্ছে না। আর তাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলাও শুরু করা যাচ্ছে না। সর্বশেশ খবর অনুযায়ী, বৃষ্টির গতি বেশি না হলেও ধারাবাহিকভাবে পড়েই চলেছে। ফলে মিরপুরে নেই কোনো সুখবর।
খেলা কখন শুরু হবে?
সকাল থেকেই মিরপুরের আকাশের মন খারাপ। গুড়ি গুড়ি বৃষ্টি কিছুতেই যেন থামতে চাইছে না। উইকেট কাভার দিয়ে ডাকা সেই সকাল থেকেই। বাংলাদেশ ও নিউজিল্যান্ড, দুই দলের খেলোয়াড়রাই ড্রেসিংরুমে অলস সময় পার করছেন। ইতিমধ্যে দুই দল লাঞ্চও সেরে নিয়েছে। কিন্তু খেলা শুরু হওয়ার কোনো লক্ষ্মণ নেই। আম্পায়াররাও এখনও মাঠ পর্যবেক্ষণ করতে পারেননি। ফলে খেলা কখন শুরু হবে বা আজ আদৌ হবে না সেটা এখনও নিশ্চিত নয়।
বৃষ্টিতে নির্ধারিত সময়ে শুরু হবে না খেলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় এমনিতেই আউটফিল্ড ভারি হয়ে ছিল। এরপর সকালে থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি চলমান। উইকেট কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
এর আগে গতকাল আলোকস্বল্পতায় ১৪ মিনিট আর ৮.২ ওভার বাকি থাকতেই শেষ হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। তবে এর মধ্যেই নিউজিল্যান্ডকে খাঁদের কিনারায় ঠেলে দিয়েছে টাইগাররা। শেষ বিকেলে বোলিং করতে নেমে কিউইদের ৫ ব্যাটারকে তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সবমিলিয়ে ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ইতিমধ্যে ফিরে গেছেন কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। বাংলাদেশের হয়ে মিরাজ ৩ আর তাইজুল নেন ২ উইকেট।
তার আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশও সুবিধা করতে পারেনি। মাত্র ১৭২ রানে অলআউট হয় তারা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ৩১ রান আসে শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে সমান ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।
ওবাইদুল (কাওয়া) কাদেরকে জিজ্ঞেস করে দেখলে ভালো হয়