বিশ্বজমিন
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৬ ডিসেম্বর ২০২৩, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি যে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা। অব্যাহতভাবে এটাই আমাদের পলিসি। বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রে অব্যাহতভাবে এটাই থাকবে। তার কাছে একজন সাংবাদিক সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী বার্ষিক রিপোর্টের দিকে দৃষ্টিপাত করেন। বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ সক্রিয়ভাবে উগ্রপন্থিদের বিরুদ্ধে লড়াই করছে। এতে দেশে সন্ত্রাসী ঘটনা কমে এসেছে। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতাকে উগ্রপন্থি গ্রুপগুলোর পুনরুত্থানের বড় রকমের একটি উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি? এক্ষেত্রে সহায়তায় আপনাদের কি কোনো পরিকল্পনা আছে? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার ওই মন্তব্য করেন। ওই সাংবাদিক তাকে পুনরায় সন্ত্রাস ইস্যুতে মন্তব্য করতে বলেন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। সবেমাত্র আমরা এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছি। তাতে যা আছে, তার বাইরে মন্তব্য করার কিছু নেই আমার কাছে।
পাঠকের মতামত
যারা আমাদের স্বাধীনতাই চায় নাই আজকের ইসরাইলের মতো সেদিন পাখিদের অশ্ত্র দিয়েছিল বাঙ্গালী নিধনে। আজ কেন এত দরদ এ দেশের তরে? বাঙ্গালী রক্ত দিয়ে বৃটিশ, পাখিদের তাড়িয়ে এ দেশ স্বাধীন করেছে, সেন্টমার্টিন কেন দেশের এক ইঞ্চি জমিও কোনো রাক্ষুসদের কাছে ইজারা দেওয়ার জন্য নয়। তোমাদের সে আশা কোন দিন পূরিবেনা মনে রেখো।
অংশগ্রহণমূলক নির্বাচন এটা বাদ কেন???????
#মিলন সাহেব আবধ মানে কি?
মি মিলার! অংশগ্রহণ শব্দটি বাদ দিলেন কেন?
হ্যাঁ ভাইজান আমাদের নেত্রী সেই ব্যবস্থাটাই করতেছে যেন নির্বাচন অবাধ, নিরপেক্ষ আর সুষ্ঠু হয় !
পেশাদার কমেন্টেটর Tulip সাহেবা আবার দেখি উদয় হয়েছেন। দেখা যাক এবার উনি আওয়ামী লিগের কি বয়ান গান।
নির্বাচনের আরও পাচটি বছর দেখতে থাকুন
গাছে তুলে মই সরিয়ে নিয়েছে
"থোর বড়ি খাড়া,খাড়া বড়ি থোর।"