ঢাকা, ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

টানা তৃতীয় বছরের মতো ভারতের সবথেকে নিরাপদ শহর কোলকাতা

মানবজমিন ডেস্ক

(১০ মাস আগে) ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪৪ অপরাহ্ন

mzamin

এ বছরও ভারতের সবথেকে নিরাপদ শহরের খেতাব জিতে নিয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা। বাংলাদেশের প্রতিবেশী এই শহরটিতে অপরাধের পরিমাণ গোটা ভারতের মধ্যে সবথেকে কম। ভারতের ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’ বা এনসিআরবি থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশ করা হয়। এতে গত দুই বছরেও নিরাপত্তায় সবার থেকে এগিয়ে ছিল কোলকাতা।

এনডিটিভির রিপোর্টে বলা হয়েছে, কোলকাতায় প্রতি এক লাখ জনের মধ্যে মাত্র ৮৬.৫ জন অপরাধে জড়িত। এরপরেই রয়েছে পুনে (২৮০.৭) ও হায়দারাবাদ (২৯৯.২)। এর আগে ২০২১ সালে কোলকাতায় প্রতি এক লাখে ১০৩.৪ টি অপরাধের মামলা হয়েছে এবং ২০২০ সালে এই সংখ্যা ছিল ১২৯.৫। সে হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে কোলকাতার ক্রমশ নিরাপদ হয়ে ওঠার বিষয়টি স্পষ্ট।

ভারতের যেসব শহরে ২০ লাখের বেশি মানুষ বাস করেন এমন ১৯টি শহরের মধ্যে তুলনা করে এই র‍্যাংকিং প্রস্তুত করা হয়। অপরাধ হ্রাস পেলেও নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে কোলকাতায়। আগের বছর এ ধরনের ১৭৮৩টি মামলা হলেও তা ২০২২ সালে বেড়ে ১৮৯০টিতে দাঁড়িয়েছে। গত বছর কোলকাতায় খুনের মামলা দায়ের হয়েছে ৩৪টি এবং ধর্ষণের মামলা হয়েছে মাত্র ১১টি। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status