অনলাইন
নির্বাচন কমিশন চাপে নেই বরং সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছে: ইসি আলমগীর
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর বিদেশিদের চাপ একেবারেই নেই। তারা এসে আমাদের কাছে যেটা জানতে চান সেটা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা কী কী কাজ করেছি। আমাদের প্রস্তুতি ও নির্বাচনের পরিবেশ দেখে এখন পর্যন্ত বিদেশিরা সন্তুষ্ট। তাদের পক্ষ থেকে আমাদের কোনো সাজেশন দেয়া হয়নি, চাপ তো নয়ই। বরং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনই সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছে।
মঙ্গলবার ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও থাকবে। নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে।
পাঠকের মতামত
নির্বাচনে কে জিতবে এটা জানা থাকলে কোন চাপ থাকে না আর আপনাদের চেহারা একটু হাসি হাসি থাকা দরকার ।
চামড়া থাকবে না।
This man talks too much.
It's mean you are much more strong then before EC's.
অসাধারণ সাহসী!!!
৬%ও ভোটার পাবে না, কিন্তু দেখা যাবে ৬২% উপর ভোট, মিথ্যায় ভর পুর দিয়ে শুরু...........
নির্বাচন কমিশন এরূপ দৃঢ় প্রত্যয়ে কথা বললে মেরুদণ্ড হীন পার্টির প্রতিবন্ধী সাপোর্টারদের তো গাজ্বালা বেড়ে যাবে
কোমরে অনেক জোর দেখছি।
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল ........................ ফানি জোকস!
নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও থাকবে। নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে।এতো দেখি লেংটাবাবার মুরিদ।ভোটার ১০১% থাকবে এ কথা টা বলে দিলে ভাল হতো। কি চমৎকার ডেমি কমিশন লীগ।
নির্বাচনের আরও ৩০ দিন বাকী তাহলে নির্বাচন কমিশনার কিভাবে জানেন ভোটারদের উপস্থিতি ভালো থাকবে?
ভালো করে চাপ দিয়েন, যেন সবগুলো লাওয়ারিশ বৈধ ওয়ারিশ হয়ে ফুটফুটে জন্ম নিতে পারে।
ফুট ফুটে সুন্দর.