বিশ্বজমিন
উত্তরকাশীর টানেল থেকে শ্রমিকদের বের করে আনা হচ্ছে
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন

অবশেষে ভারতের উত্তরকাশীর টানেল থেকে একে একে বের করে আনা হচ্ছে আটকে পড়া শ্রমিকদের। মঙ্গলবার ১৭ দিন পর বদ্ধ টানেল থেকে মুক্তি পাচ্ছেন তারা। এসময় ঘটনাস্থলে উপস্থিত আছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত তিন জনকে বের করে আনা হয়েছে। আগামী দুই ঘণ্টার মধ্যে বাকি সবাইকেই বের করে আনা হবে বলে আশা করা হচ্ছে।
গত ১২ নভেম্বর ভোরে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে ধস নামে। ভিতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। এত দিন ধরে তাদের বের করার জন্য নানা ভাবে চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ধ্বংসস্তূপ খুঁড়ে শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব হচ্ছিল না কিছুতেই। খোঁড়ার সময়ে গত শুক্রবার বাধা আসে। ধ্বংসস্তূপের ভিতরের লোহার কাঠামোয় ধাক্কা খেয়ে ভেঙে যায় খননযন্ত্র। উদ্ধারকাজ থমকে যায়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের বিষয়ে অনবরত খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি মুখ্যমন্ত্রী ধামীকে একাধিক বার ফোন করেছেন।