অনলাইন
এরশাদের আমলেও এমন পরিস্থিতি ছিল না: শাহদীন মালিক
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৯ অপরাহ্ন
সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখন ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকায় মৌলিক অধিকার সুরক্ষা কমিটির আয়োজনে 'আবারো সাজানো নির্বাচন : নাগরিক উৎকণ্ঠা' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে শাহদীন মালিক বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টে প্রবেশের সময়ে গেটে আমার গাড়ি থামানো হয়েছে। গাড়িতে সুপ্রিম কোর্টের পরিচয় সংবলিত স্টিকার থাকা সত্ত্বেও আমার গাড়ি থামানো হয়েছে। আমার শরীরে আইনজীবীর কালো গাউন থাকার পরে আমাকে দেখে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়েছে। আমার জুনিয়র আইনজীবীরা বলছেন নিরাপত্তার নামে তাদের কাগজপত্র পোশাক সব পরীক্ষা করা হয়। এটা শুধু সুপ্রিম কোর্টের অবস্থা নয়। সারাদেশেই একই অবস্থা হয়তো। বিজিবি, আনসার, পুলিশ, র্যাব এসবের সংখ্যা ১০-১২ লাখের মতো প্রায়। এরশাদ আমলে এতো সংখ্যক ছিল না। এমন পরিস্থিতি ছিল না।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোকচিত্রী শহিদুল আলম। সভাপতিত্ব করেন বদিউল আলম মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন - অধ্যাপক আনু মুহাম্মদ, ব্রতীর প্রধান শারমিন মুরশিদ, নারীপক্ষের নেত্রী শিরিন হক, আইন ও সালিশ কেন্দ্রের প্রধান ফারুক ফয়সল।