খেলা
দিনশেষে ৩১০ রান তুললো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(১০ মাস আগে) ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১২ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ওয়ানেড মেজাজে ব্যাটিংয়ে শুরুর ভীত গড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়। টাইগার অধিনায়ক ব্যক্তিগত ৩৭ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন জয়। অবশ্য ৮৬ রানের মাথায় ফিরে গেছেন তিনিও। এরপর মুশফিক-সোহানদের ব্যর্থতায় প্রথম দিনের খেলা শেষের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ।
যদিও দশম উইকেট জুটিতে দেয়াল হয়ে দাঁড়ালেন শরিফুল-তাইজুল। তাদের ১৯ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে কোনোরকমে দিন পার করেছে স্বাগতিকরা। অবশ্য দিনের নির্ধারিত ৯০ ওভার খেলা মাঠে গড়ায়নি। আলোকস্বল্পতার কারণে ৮৫ ওভার পর্যন্ত খেলা হয়েছে। এ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩১০ রান তুলেছে বাংলাদেশ।
নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ২৩৩ রানে ৬ উইকেট নেই টাইগারদের। মাত্র ৫৩ রান নিতে তিনটি উইকেট হারালো শান্তর দল। মাহমুদুল হাসান জয় ৮৬, মুশফিকুর রহীম ১২ এবং মেহেদী হাসান মিরাজ ২০ রানে আউট হলেন। ৭২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৬ রান।
৩৭ রানে ফিরলেন মুমিনুল
৫২.৫ ওভারে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ। গ্লেন ফিলিপসের বলে ক্যাচ তুললেন মুমিনুল হক সৌরভ। উইকেটের পেছনে ব্লান্ডেলের তালুবন্দি হওয়ার আগে ৭৮ বলে ৪ বাউন্ডারিতে ৩৭ রান করেন তিনি। ৫৩.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশে সংগ্রহ ১৮৪ রান।
ছক্কার চেষ্টায় শান্তর অক্কা, লাঞ্চে বাংলাদেশ
টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ, ব্যাটিংয়ে দারুণ সাবলিল ছিলেন নাজমুল হোসেন শান্ত। আইজাজ প্যাটেলের বলে ছক্কা মেরে রানের খাতা খোলা এই ব্যাটার যতক্ষণ উইকেটে ছিলেন আগ্রাসী ব্যাটিং করেছেন। তবে সেই আগ্রাসী ব্যাটিংয়েই উইকেট ছুড়ে দিলেন তিনি।
গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে মিড অনে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। আপাতত লাঞ্চ বিরতিতে গেছে দুই দল। তার আগে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান।
সতর্ক শুরুর পর ফিরলেন জাকির
শুরু থেকে বেশ সতর্ক ছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। তবে উইকেটে সেট হওয়ার পরই আউট হলেন জাকির। নিউজিল্যান্ডের স্পিনার আইজাজ প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪১ বলে ১২ রান। ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান।
টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ, দীপুর অভিষেক
পাঁচ মাস পর সাদা পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত জুনে আফগানিস্তানের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। অভিষেক হয়েছে ব্যাটার শাহাদাত হোসেন দিপুর।
বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক) ও আজাজ প্যাটেল।