অনলাইন
জেগে উঠেছে পাপুয়া নিউ গিনির আগ্নেয়গিরি, জাপান উপকূলে সুনামির আশঙ্কা
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৪ পূর্বাহ্ন

পাপুয়া নিউ গিনির একটি আগ্নেয়গিরি থেকে হঠাৎ করে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা বলেছে যে, এর জেরে জাপানের উপকূলে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার ডারউইনে Volcanic Ash Advisory Center মোতাবেক পাপুয়া নিউ গিনির নিউ বৃটেন দ্বীপের মাউন্ট উলাউন থেকে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে অগ্ন্যুৎপাত শুরু হয়। মাউন্ট উলাউনের মুখ থেকে কুণ্ডলীকৃত কালো ধোঁয়া এবং গরম লাভার স্রোত বেরোতে শুরু করে। কালো ধোঁয়া প্রায় ১৫ হাজার ফুট উঁচু পর্যন্ত ওঠে। সেই অগ্ন্যুৎপাতের ছবি নাসার স্যাটেলাইট ক্যামেরাতেও ধরা পড়েছে।
সংস্থাটি বলেছে, তারা এর প্রভাবের মূল্যায়ন করছে, যার মধ্যে প্রথমেই রয়েছে জাপানে সুনামির ঝুঁকি । প্রথম সুনামির ঢেউ ইজু এবং ওগাসাওয়ারা দ্বীপে পৌঁছতে পারে অগ্নুৎপাতের কারণে সৃষ্ট কম্পনের প্রায় তিন ঘন্টা পরে। যদিও সংস্থাটি সুনামির কোনো সতর্কতা জারি করেনি। তারা বলেছে যে, জাপানে এবং বাইরের পর্যবেক্ষণ সাইটগুলিতে সমুদ্রপৃষ্ঠের কোনও উল্লেখযোগ্য পরিবর্তন এখনো শনাক্ত করা যায়নি। পাপুয়া নিউ গিনির জিওহজার্ডস ম্যানেজমেন্ট ডিভিশন জানিয়েছে, সোমবার বিকেলে উলাউনের আগ্নেয়গিরির কার্যকলাপ শুরু হয়। অগ্নুৎপাতটি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে এবং আগ্নেয়গিরির ঝুঁকির স্তরকে সর্বোচ্চ চতুর্থ স্তরে উন্নীত করেছে
উলাউন হলো পাপুয়া নিউ গিনির অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, যেটি প্রশান্ত মহাসাগরের "রিং অফ ফায়ার"-এ অবস্থিত। এটি প্রশান্ত মহাসাগরের চারপাশে সিসমিক ফল্ট অঞ্চল যেখানে বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ ঘটে। ১৭০০ সাল থেকে উলাউন বারবার বিস্ফোরিত হয়েছে এবং ২০১৯ সালে সর্বশেষ বড় অগ্ন্যুৎপাত হয়েছিল। সরকারি সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, অস্ট্রেলিয়ার জলসীমায় সুনামির কোনো সতর্কতা নেই। হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সতর্কতা জারি করেনি। জেএমএ অবশ্য বিলম্বিত সুনামির ক্ষেত্রে উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সূত্র : apnews