শেষের পাতা
ফের ৪৮ ঘণ্টার অবরোধ
হরতালে গাড়িতে আগুন ভাঙচুর
স্টাফ রিপোর্টার
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
একতরফাভাবে নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গাড়িতে আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জেলায় হরতালের সমর্থনে মিছিল বের করে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করে বিরোধী জোটের নেতাকর্মীরা। হরতালের দু’দিনে ১৯টি গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে সরকার পতনের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল শেষে ষষ্ঠ দফায় বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টা সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
এদিকে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগর সড়কে বিক্ষোভ মিছিল করেছে সমমনা দল ও জোটগুলো। এ ছাড়া জামায়াতও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর পুরানা পল্টন, বিজয়নগর, তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাবের সামনে, সায়েন্স ল্যাবরেটরির সামনে, তেজগাঁও রেলস্টেশন সড়ক, তেজগাঁও শিল্পাঞ্চল সড়ক, বাড্ডা, ফকিরাপুল, গ্রীন রোড প্রভৃতি সড়কে এসব কর্মসূচি হয় পালন করে বিরোধী রাজনৈতিক দলগুলো। সকালে রাজধানীর কাওরান বাজার থেকে সোনারগাঁও মোড় এবং দয়াগঞ্জ মোড়ে মিছিল ও পিকেটিং করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা। মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল প্রমুখ।
এদিকে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছে ৮০, মামলা দায়ের করা হয়েছে ১৭টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১৯৯০ জন নেতাকর্মীকে।
ওদিকে হরতালের দ্বিতীয় দিনে সকাল থেকে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস তেমন ছাড়েনি। যাত্রীর অপেক্ষায় টার্মিনালের কাউন্টারগুলো। দু-একটি বাস দীর্ঘক্ষণ পরে ছাড়ে। রাজধানীতে হরতালের প্রভাব তেমন না পড়লেও গণপরিবহন চলাচল ছিল কম।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
ফের ৪৮ ঘণ্টার অবরোধ
একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টা হরতাল শেষে ফের ষষ্ঠ দফায় ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি ডেকেছে বিএনপি। মঙ্গলবার বিরতি দিয়ে আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। গতকাল বিকালে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি, গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলো। উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেয়ার পর সরকারের পদত্যাগের একদফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এরপর একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারা দেশে সর্বাত্মক অবরোধ ডাকে বিএনপি।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে জানান, ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসেটিয়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে হরতালের সমর্থনে পিকেটিং ও বিক্ষোভ করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া সকালে দলীয় নেতৃবৃন্দ মানিকগঞ্জ-সিংগারই-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বেউথা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা দলের নেতৃবৃন্দ। জেলা শহরের ল’ কলেজের সামনে থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা পরিষদের চত্বরের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা দলের সভাপতি সাবিয়া হাবিব, সহ-সভাপতি সানজিদা রহমান ছন্দা, যুগ্ম সাধারণ সম্পাদক রিটা নাহার, সাংগঠনিক সম্পাদক মাসুমা খানম মুক্তিসহ আরও অনেকে।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে ৩টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার কেরানী হাট রাস্তার মাথার মডেল মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ভাই ভাই মটরস ওয়ার্কশপের সামনে এসব বাসে আগুন দেয়া হয়। এ সময় শ্যামলী পরিবহনের ২টি ও হানিফ পরিবহনের ১টিসহ মোট ৩টি বাসে আগুন দেয়া হয়। এসব বাস চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সাধারণ গণপরিবহন হিসেবে চলাচল করে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত দু’টি বাসের মালিক দেলোয়ার হোসেন বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার সময় দুটি মোটরসাইকেলে করে এসে ৬ জন যুবক সাতকানিয়া রাস্তার মাথার কাছে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার দু’টি গাড়িতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীতে হরতাল চলাকালে দুইটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের কাছে এবং বিকাল সাড়ে ৫টায় গোদাগাড়ী উপজেলায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাসে আগুন দেয়া হয়েছে। এ সময় বাসে চালক ও তার সহযোগী ছাড়া কোনো যাত্রী ছিল না।
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ কলেজের সাবেক জিএস, বন্দর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্র ও যুবদলের সভাপতি মহিউদ্দিন শিশিরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে বালিয়াগাঁও মদনগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন, বিএনপি নেতা দ্বীন ইসলাম (৪০) ও জাহাঙ্গীর আলম (৩৭)।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে পেড়াবাড়িয়া বাজারের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, কালীগঞ্জে বিএনপি’র ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। গতকাল দুপুর ২টার দিকে শহরের হাট চাঁদনী এলাকা থেকে মিছিলটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা ভ্যানস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিনের গভীর রাতে সিরাজগঞ্জের মহাসড়কে ফের গমবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ী এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় হাঁসবোঝাই পিকআপভ্যানে আগুন দেয়ার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৮৫ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস বণিক বাদী হয়ে গত রোববার রাতে মামলাটি দায়ের করেন।
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি জানান, গতকাল সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর সমর্থকরা কুমিল্লা সদর দক্ষিণে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেন। সরজমিন সদর দক্ষিণের বিভিন্ন স্থান ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রাম চন্দনাইশে নাশকতা সৃষ্টির অভিযোগে সাতকানিয়া থানার মনির আহম্মদের ছেলে মো. জায়েদ (২০) ও মোস্তাক আহম্মদের ছেলে মো. জাকির হোসেন প্রকাশ জাগির (৪০) নামে দুই বিএনপি’র কর্মীকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। গত রোববার রাত ৭টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার সোনার বরবাড়ী বটতল এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ৮ থেকে ১০ জনের একটি দল সাতকানিয়ার কেরানীহাট থেকে দুটি সিএনজি অটোরিকশাযোগে চন্দনাইশ এসে মহাসড়কে টায়ার জ্বালায়। এরপর মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। তবে পুলিশের তৎপরতায় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি জানান, লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর নূর (৪৬) ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সোলায়মানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্যজন হলো- লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য তারিকুল ইসলাম (২০)।
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]