খেলা
ব্যাটে বলে সেরা কোহলি শামি
সৌরভ কুমার দাস
২০ নভেম্বর ২০২৩, সোমবার
চলতি বিশ্বকাপটা ব্যাট হাতে স্বপ্নের মতো কেটেছে ভারতীয় ব্যাটার বিরাট কোহলির। সেই প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে টেনে তোলা থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত। সবমিলিয়ে ১১ ম্যাচের ৯টিতেই কোহলির ব্যাট থেকে এসেছে পঞ্চাশোর্ধ রানের ইনিংস। এর মধ্যেই ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এক আসরে সর্বোচ্চ ৭৬৫ রানের রেকর্ডও গড়েন। দুই ক্ষেত্রেই কোহলি ভেঙেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ শচীন টেন্ডুলকারের রেকর্ড। শেষ পর্যন্ত দল শিরোপা না জিততে পারলেও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা পারফর্ম করেছেন কোহলি।
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি ককের। সমান ৩টি করে সেঞ্চুরি বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রের। সর্বোচ্চ ৬ ফিফটিও বিরাট কোহলির।
ভারতেরই আরেক পেসার মোহাম্মদ শামি রীতিমতো যাদুকরী পারফর্ম করেন। প্রথম ৪ ম্যাচে একাদশের বাইরে থাকা এই ডানহাতি পেসার ৭ ম্যাচেই নেন ২৩ উইকেট।
সর্বোচ্চ ছক্কার তালিকায় সবার উপরে ভারতের রোহিত শর্মা। তার ব্যাট থেকে এসেছে ৩১টি ছক্কা আর চার ৬৬টি। ২৪ ছক্কা মারা আরেক ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ার রয়েছেন এই তালিকার দ্বিতীয় স্থানে। এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ১১টি ক্যাচ ধরেছেন নিউজিল্যান্ডের ড্যারি মিচেল। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানের হাতে জমা হয়েছে ৮টি ক্যাচ। উইকেটের পেছনে গ্লাভস হাতে সবচেয়ে বেশি ডিসমিসাল কুইন্টন ডি ককের। বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি আসরে ১০ ম্যাচে ২০টি ডিসমিসাল (১৯ ক্যাচ, ১ স্টাম্পিং) তার। ইনিংসে সর্বাচ্চ ডিসমিসালও তার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে গ্লাভস হাতে ৬টি ক্যাচ নেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক। সর্বোচ্চ রানের জুটি রাচিন রবীন্দ্র-ডেভন কনওয়ের। আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ২৭৩ রানের জুটি গড়েন নিউজিল্যান্ডের এ দুই ওপেনার। এই বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার। প্রথম রাউন্ডের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করে প্রোটিয়ারা। নেদারল্যান্ডসের বিপক্ষে রানার্স আপ ভারতের করা ৪১০ এই তালিকায় দুই নম্বরে। আর সর্বনিম্ন রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে স্রেফ ৫৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা।
সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার। নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়েছিল এবারের আসরের চ্যাম্পিয়নরা। আর সবচেয়ে রোমাঞ্চকর জয় দক্ষিণ আফ্রিকার। ১ উইকেটে তারা হারায় পাকিস্তানকে।
সেরা পাঁচ ব্যাটার
ব্যাটার রান গড় স্ট্রাইক রেট সর্বোচ্চ ৫০/১০০
বিরাট কোহলি ৭৬৫ ৯৫.৬২ ৯০.৩১ ১১৭ ৬/৩
রোহিত শর্মা ৫৯৭ ৫৪.২৭ ১২৫.৯৪ ১৩১ ১/৩
কুইন্টন ডি কক ৫৯৪ ৫৯.৪০ ১০৭.০২ ১৭৪ ০/৪
রাচিন রবীন্দ্র ৫৭৮ ৬৪.২২ ১০৬.৪৪ ১২৩* ২/৩
ড্যারিল মিচেল ৫৫২ ৬৯.০০ ১১১.০৬ ১৩৪ ২/২
সেরা পাঁচ বোলার
বোলার উই. ইকো. গড় সেরা
মোহাম্মদ শামি ২৪ ৫.২৬ ১০.৭০ ৭/৫৭
অ্যাডাম জাম্পা ২৩ ৫.৩৬ ২২.৩৯ ৪/৮
দিলশান মাদুশাংকা ২১ ৬.৭০ ২৫.০০ ৫/৮০
জাসপ্রিত বুমরাহ ২০ ৪.০৭ ১৮.৩০ ৪/৩৯
জেরাল্ড কোটসিয়া ২০ ৬.২৩ ১৯.৮০ ৪/৪৪
বিশ্বকাপের রোল অব অনার
আসর স্বাগতিক ভেন্যু চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৭৫ ইংল্যান্ড লর্ডস ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
১৯৭৯ ইংল্যান্ড লর্ডস ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড
১৯৮৩ ইংল্যান্ড-ওয়েলস লডর্স ভারত ওয়েস্ট ইন্ডিজ
১৯৮৭ ভারত-পাকিস্তান কলকাতা অস্ট্রেলিয়া ইংল্যান্ড
১৯৯২ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মেলবোর্ন পাকিস্তান ইংল্যান্ড
১৯৯৬ পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা লাহোর শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া
১৯৯৯ ইংল্যান্ড লর্ডস অস্ট্রেলিয়া পাকিস্তান
২০০৩ দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ অস্ট্রেলিয়া ভারত
২০০৭ ওয়েস্ট ইন্ডিজ ব্রিজটাউন অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা
২০১১ ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ মুম্বই ভারত শ্রীলঙ্কা
২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মেলবোর্ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
২০১৯ ইংল্যান্ড-ওয়েলস লর্ডস ইংল্যান্ড নিউজিল্যান্ড
২০২৩ ভারত আহমেদাবাদ অস্ট্রেলিয়া ভারত
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]