খেলা
১১ কেজি ওজনের ট্রফির সঙ্গে কতো টাকা পেলো চ্যাম্পিয়ন দল?
স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, সোমবারভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল দিয়ে গতকাল পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। এবারের আসর চ্যাম্পিয়ন দলের হাতে উঠেছে ১১ কেজি ওজনের সোনালী বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিশাল আর্থিক পুরস্কার। বিশ্বকাপ জয়ী দলকে এবার আইসিসি আর্থিক পুরস্কার হিসাবে দিয়েছে ৪০ লাখ ডলার। বাংলাদেশ মূদ্রায় যার পরিমান দাঁড়ায় প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া ৬০ সেন্টিমিটার উচ্চতার যে ট্রফিটি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে তার ওজন ১১ কেজি। ট্রফিতে একটি গ্লোব রয়েছে, যা ক্রিকেট বলের প্রতিনিধিত্ব করে। এছাড়া ট্রফিতে তিনটি করে নয়টি কলাম রয়েছে। এই কলামগুলো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। ট্রফিটির ডিজাইন করেন বৃটিশ পল মার্সডেন। আর রানার্স আপ দল পেয়েছে ২০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা।
পাঠকের মতামত
এ এমন কি।আমাদের দেশে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সোনার ছেলে একাই ২০০০ হাজার কোটি টাকা পাচার করেছে।
এইটা কোন টাকা হল। যেখানে ৪ হাজার কোটি টাকা আমাদের কাছে কোন টাকাই না।
খুবই দায় সার গুসের রিপোর্ট। পুরনো রেটে ডলারের দাম ধরা হয়েছে। 40 লাখ ডলারের ৩৩ কোটি হয় কি করে?
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]