ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বিশ্বকাপ থেকে কতো টাকা পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, সোমবার
mzamin

এবারের বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ দলের। ৯ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেলেও টানা ৬ ম্যাচ হারে টাইগাররা। নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার হেরে যায় বাংলাদেশ। সবমিলিয়ে ব্যর্থ বিশ্বকাপ মিশনে মাঠের খেলায় প্রাপ্তি তেমন কিছু নেই। কিন্তু আর্থিক প্রাপ্তি? এবারের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে ৪০ হাজার মার্কিন ডলার।  আর শুধু গ্রুপ পর্বে খেলার জন্য সব মিলিয়ে পাবে এক লাখ মার্কিন ডলার। প্রথম রাউন্ডে বাংলাদেশ ম্যাচ জিতেছে ২টি। ফলে এই  ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পাবে টাইগাররা। আর বিশ্বকাপে অংশ নেওয়া বাবদ পাচ্ছে আরও বাড়তি এক লাখ ডলার। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২ কোটি টাকা। বিশ্বকাপ ব্যর্থতার পর দেশে ফিরেছে ক্রিকেট দল। আগেরদিন অস্ট্রেলিয়ার কাছে হার শেষে রাতেই পুনে থেকে ঢাকার বিমান ধরেন টাইগাররা। গতকাল সকাল পৌনে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দল। 

সেমিফাইনালে উঠতে পারেনি এমন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পুরস্কার পাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। ৪টি করে জয় পাওয়া দল দুটির জন্য ম্যাচ জয়ের অর্থ বরাদ্দ থাকছে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার করে। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। এবারের আসরে সেমিফাইনালে উঠেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যেখানে আগামী ১৫ই নভেম্বর মুম্বাইয়ের ওয়াখেড়ে মাঠে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার লড়াই ১৬ই নভেম্বর। চ্যাম্পিয়ন দলের জন্য  বরাদ্দ রাখা হয়েছে ৪০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ কোটি টাকা) । আর রানার্সআপ দল পাবে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা)। এবারের বিশ্বকাপটা রাঙাতে পারেনি বাংলাদেশ। ভারতে অনেকটাই পরিচিত কন্ডিশনে রাউন্ড রবিন লীগ পর্বের ৯ ম্যাচে টাইগারদের জয় মাত্রই দু’টি। ব্যর্থ অভিযান শেষে গতকাল দলের সঙ্গে ঢাকায় ফেরেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের কোচিং স্টাফের বেশিরভাগ সদস্য ভারত থেকেই নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। জানা যায় পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে এক বছরের চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 কিন্তু প্রোটিয়া সাবেক পেসার এতে রাজি হননি। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসের সঙ্গে বিশ্বকাপ শেষে চুক্তির মেয়াদ ফুরিয়েছে। ৯ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লীগ পর্বের অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। এতে ভারতকে-নেদারল্যান্ডস ম্যাচের ফলের ওপর ঝুলে পড়ে বাংলাদেশ দলের ভাগ্য। ভারতকে মোকাবিলার আগে আসরে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে ছিল নেদারল্যান্ডস। তবে ভারতকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ ছিল তাদের। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষ আট দল। ভারত থেকে দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না টাইগাররা। আগামী ২১শে নভেম্বর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজটিতে দুটি টেস্ট খেলবে দু’দল। এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের প্রথম সিরিজ। ২৮শে নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচ দিয়ে পাঁচ বছর পর সিলেটে টেস্ট ক্রিকেট ফিরবে। আর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ই ডিসেম্বর ।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status