ভারত
নুপুর শর্মা কোথায়? আসাদুদ্দিন ওয়াইসির মতে বিজেপি নেত্রীকে বড় পদ দেওয়া হবে
বিশেষ সংবাদদাতা
(১১ মাস আগে) ১৯ জুন ২০২২, রবিবার, ১:০৬ অপরাহ্ন
মহানবী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা যেন কর্পূর এর মত উবে গেছেন। গত পাঁচদিন ধরে হন্যে হয়ে খুঁজেও দিল্লিতে নুপুর শর্মার হাল হাকিকত এর সন্ধান পায়নি। বাধ্য হয়ে তারা নুপুরকে ফেরার ঘোষণা করার পথে হাঁটছে। মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি অবশ্য মনে করেন, নুপুর শর্মাকে লুকিয়ে রেখেছে বিজেপি। ৭/৮ মাস বাদে পরিস্থিতি স্বাভাবিক হলে নুপুর শর্মাকে বড় দায়িত্ব দিয়ে বিজেপিতে ফেরানো হবে। তিনি বলেছেন, আমি বিস্মিত হবেনা যদি দেখি নুপুর শর্মা দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন। ওয়াইসি মনে করেন, ভারতীয় সংবিধান লঙ্ঘন করার অপরাধে এখনই নুপুর শর্মাকে গ্রেপ্তার করা উচিত।
মুম্বাই পুলিশ ছাড়াও কলকাতা পুলিশের কাছে নুপুর শর্মার সশরীরে হাজিরা দেওয়ার কথা সোমবার। এই দিনটি ই ধার্য করেছে কলকাতা পুলিশ। জানা গেছে যে নুপুর শর্মা নয়, তাঁর আইনজীবী হাজিরা দিতে পারেন সোমবার। নুপুর শর্মা কোথায় গেলেন? যতদূর খবর যে তিনি বিতর্ক এড়ানোর ভয়ে আত্মগোপন করে আছেন।