ভারত
আজ সব চোখ নবান্নয়, পরপর বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) ২৭ এপ্রিল ২০২২, বুধবার, ১:১১ অপরাহ্ন
আজ বুধবার সব চোখ থাকবে রাজ্যের প্রশাসনিক ভরকেন্দ্র নবান্নয়। এদিন বেলা বারোটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সব মুখ্যমন্ত্রীদের নিয়ে কোভিড বিষয়ে আলোচনার জন্য একটি ভার্চুয়াল বৈঠক করবেন। নবান্ন থেকে এই বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দেশে কোভিড কমলেও আবার তার প্রকোপ দেখা যাচ্ছে। ভারত কি চতুর্থ ঢেউয়ের সামনে? সম্ভবত প্রধানমন্ত্রীর বৈঠকে বিধিনিষেধ আবার কড়াভাবে পালন করার প্রস্তাব দেয়া হবে। এরপর বিকেল তিনটার সময় রাজ্যের আধিকারিক এবং পুলিশ প্রশাসনকে নিয়ে বৈঠকে বসবেন। এই বৈঠকে রাজ্যের প্রচণ্ড দাবদাহ, দুয়ারে সরকার প্রকল্পের রূপায়ণ, বিভিন্ন জেলায়, বিশেষ করে জঙ্গলমহল এলাকায় মাওবাদী শক্তির উন্মেষ এবং তা মোকাবিলা করার বিষয় ও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বিনপুর, বেলপাহাড়ি, বোলপুর প্রভৃতি অঞ্চলে সম্প্রতি মাওবাদী কার্যকলাপ দেখা যাচ্ছে। এই বিষয়ে মোকাবিলার ব্লু প্রিন্ট রচিত হতে পারে এই সভায়। এছাড়াও রাজ্যে করোনা কমার সঙ্গে সঙ্গে মাস্ক না পরার প্রবণতা দেখা যাচ্ছে। সামাজিক সুরক্ষা বিধি শিকেয় উঠেছে। এই সম্পর্কে কঠোর নীতি নেয়ার সিদ্ধান্ত হতে পারে বৈঠকে, সীমিত সময়ের জন্যে নাইট কারফিউ ফিরিয়ে আনা হতে পারে।