ভারত
রনবীর সিংকে ভয় পাওয়াচ্ছেন বিরাট কোহলি কেন?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪১ অপরাহ্ন

একজন বলিউড এর তারকা, অন্যজন ক্রিকেট তারকা। দুজনের কাজকর্মের ধরণটা আলাদা। কিন্তু বলিউড তারকা রনবীর সিং একই সঙ্গে ভয় পেতে এবং সমীহ করতে আরম্ভ করেছেন ক্রিকেট মাঠের নায়ক বিরাট কোহলিকে। কারণটা আর কিছুই নয়। ভারতীয় এন্ডোর্সমেন্ট এবং বিজ্ঞাপনের বাজারে মুকুটহীন সম্রাট হলেন বলিউড এর সুপারস্টার রনবীর সিং। বিপণন বিশেষজ্ঞদের ধারণা- ভারত ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হলে রনবীর সিং মডেলিং এর জগতের শীর্ষস্থানটি হারাবেন বিরাট কোহলির কাছে। ইতিমধ্যেই মিয়নত্রা, পিউমা, এমআরএফ, ব্লু স্টার, এইচএসবিসি ইন্ডিয়া, ডালভেটল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিরাট কোহলি । বর্তমানে তার ব্র্যান্ডভালু হচ্ছে ১৪৭৩ কোটি রূপির। ১৯২০ সালে এই অর্থ পৌঁছেছিলো ১৯৭৬ কোটি রূপিতে। তারপর তা কমতে শুরু করে। বিজ্ঞাপন দুনিয়ায় রনবীর সিংয়ের মার্কেট ভ্যালু বাড়তে থাকে। বিপণন বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হলে বিরাট কোহলির মার্কেট ভ্যালু ছাপিয়ে যাবে রনবীর সিংয়ের মার্কেট ভ্যালুকে। সেই কারণেই খানিকটা ভীত রনবীর সিং।