ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

সারা দেশে র‍্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন, স্কট দিয়ে পৌঁছে দিচ্ছে পরিবহন

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৮ নভেম্বর ২০২৩, বুধবার, ১১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৪ অপরাহ্ন

mzamin

দূরপাল্লার গণ ও পণ্য পরিবহনে র‍্যাবের স্কর্ট প্রদান এবং দেশব্যাপী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের ৪৬০টি টহল টিম কাজ করছে। এরমধ্যে ঢাকাতে ১৬০ টহল টিম মোতায়েন করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মানবজমিনকে বলেন, জনজীবন স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসমূহের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব। 

দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কর্তৃক সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাজধানীতে ১৬০টি টহলসহ সারা দেশে র‍্যাবের সাড়ে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাব ফোর্সেসের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।

ইতিপূর্বে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহনও ব্যক্তিগত পরিবহনে ভাংচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরণের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদেরকে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণপূর্বক শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে আসা তেলবাহী লরি'র কনভয়কে আজ স্কর্ট প্রদান করে রংপুরে অবস্থিত তেলের ডিপোতে পৌঁছে দিয়েছে র‍্যাব-১৩। এছাড়াও যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গনপরিবহন ও পণ্য পরিবহনকে স্কর্ট প্রদানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে র‍্যাব। আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status