ভারত
ভারতের জাতীয় পতাকার অবমাননা, ক্ষুব্ধ সুনীল গাভাসকার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৫ নভেম্বর ২০২৩, রবিবার, ১০:১৮ অপরাহ্ন
রবিবার ইডেনে ভারতের জাতীয় পতাকা বহু ছিল। ভারতীয়দের সাফল্যের পরই এই জাতীয় পতাকা লোকের হাতে হাতে উড়ছিলো। ভারত দক্ষিণ আফ্রিকাকে দুশো তেতাল্লিশ রানে হারানোর পর একটি তেরঙ্গায় দেখা গেল এক কোম্পানির বিজ্ঞাপন। কোনও দেশের জাতীয় পতাকায় কোনও সংস্থার বিজ্ঞাপন থাকতে পারে না। জাতীয় পতাকার মর্যাদা আলাদা। ঘটনাটি প্রথম চোখে পড়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, কিংবদন্তী সুনীল গাভাসকারের। তিনি কর্তব্যরত পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি মনে করেন, এই ঘটনা জাতীয় পতাকার অপমান। পরে ম্যাচের শেষে মাঠে খেলার বিশ্লেষণ করার সময়ও ক্ষুব্ধ সুনীল গাভাসকার এই ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় পতাকায় কোনও সংস্থার বিজ্ঞাপন থাকতে পারে না। তিনি আশা করেন, শুভবুদ্ধির উন্মেষ হবে। কলকাতায় এই দৃশ্য আর দেখা যাবে না। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।