ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

ভারত

ইডেনে রোববারের যেন বিশ্বকাপের ফাইনালের আগে ফাইনাল, বাভুমা অতীতের ঘি খেতে চান না, আশাবাদী রোহিত

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ৪ নভেম্বর ২০২৩, শনিবার, ৭:০৭ অপরাহ্ন

ইডেনে রোববার ভারত - দক্ষিণ আফ্রিকার ম্যাচটিকে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল বলে বর্ণনা করা হচ্ছে। টিকিটের হাহাকার, কড়া নিরাপত্তায় দু দলের অনুশীলন, ইডেনের বাইরে শনিবার কয়েক হাজার মানুষের সমাবেশ।   কলকাতা আবার ফিরে এসেছে কলকাতায়। বিরাট কোহলির কাল জন্মদিন। কিং কোহলি কি এদিনই ক্রিকেট মায়েস্ত্র শচীন টেন্ডুলকারের ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটি ছোঁবেন? নাকি ইডেনের মাঠে ফের দেখা যাবে ভারতীয় ক্রিকেটের কিং কোহলি এবং প্রিন্স শুভমন গিল এর যাদু? রোহিত শর্মার ব্যাটের কারিশমা দেখা যাবে কি এদিনও? ঘরের মাঠে মোহাম্মদ শামি কি আবার আগুন ঝরাবেন আর তাঁকে সংগত করবেন যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ? এই সব প্রশ্নের জবাবে রোহিত শর্মার মুখে মৃদু হাসি ছাড়া কিছু দেখা যায়নি।  তিনি যে আশাবাদী তা তার শরীরের ভাষা বুঝিয়ে দিয়েছে। সকালেই ঘোষিত হয়েছে দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছেন। তার জায়গায় নতুন সহ অধিনায়ক কে এল রাহুল। অনেকেই ভেবেছিলেন যশপ্রীত বুমরার নাম। কিন্তু, উইকেটকিপার যেহেতু উইকেটের পিছনে দাঁড়িয়ে ম্যাচটি সব থেকে ভালো দেখেন তাই ফর্মে থাকা রাহুলকে বেছে নিতে দেরি করেননি নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর। ভারত তিন পেসার, দুই স্পিনার নিয়েই খেলবে। অপরিবর্ত থাকছে দল। দক্ষিণ আফ্রিকা - ভারত ওয়ান ডে ক্রিকেটে মোট নব্বই বার মুখোমুখি হয়েছে। পঞ্চাশবার জিতেছে দক্ষিণ আফ্রিকা। সায়ত্রিশবার ভারত। তিনটি ম্যাচ ফলাফল শূন্য। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা এই পুরোনো ঘি খেতে চান না। এই বিশ্বকাপে কেবলমাত্র নেদারল্যান্ডস এর কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ভারতকে হারিয়ে তারা এক নম্বর স্থানটি চায়। কাজটি কঠিন, কারণ ভারত পরপর সাতটি ম্যাচ জেতায় তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। নেট রান রেটেও তারা এগিয়ে আছে। তাদের নেট রান রেট ২.২৯০, অন্য দলগুলোর ধরা ছোঁয়ার বাইরে। বাভুমা জানেন সেই কথা। তাই তিনি ভারতকে হারানো শুধু নয়, রান রেটেও আরও ভালো করতে চান। কুইন্টন ডি কক, মাকরাম, রাবাদাদের নিয়ে শহরের একটি নামী জাপানি রেঁস্তোরায় ডিনার সারেন বাভুমা। রোববার ইডেনে তিনি ভারতীয় খেলোয়াড়দের খাদ্য করে লাঞ্চটা সারতে চান। ইডেনের উইকেট প্রথম দিকে ব্যাটিং সহায়ক হলেও পরে স্পিনকে সাহায্য করতে পারে। এদিনের ম্যাচ ভারত - দক্ষিণ আফ্রিকার ব্যাট বলের দ্বন্দ্বে জমে ওঠার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর রোববার কলকাতায় মেঘমুক্ত আকাশের কথা শুনিয়েছে। ঈশান কোনে মেঘ শুধু এই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে। অনিশ্চয়তার মেঘ।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status