ভারত
রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকের জন্য মমতা দিল্লিতে, ফের ইডির জেরায় রাহুল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১১ মাস আগে) ১৫ জুন ২০২২, বুধবার, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৩ অপরাহ্ন
দুটি ঘটনার মধ্যে কোনও মিলই নেই। তবু, পাখির চোখ আজ রাজধানীর এই দুটো ঘটনায়। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আজ বেলা তিনটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি বিরোধী ঐক্যমত গড়ে তোলার বৈঠক। আর এদিনই ইডি তৃতীয়বারের জন্য জেরায় ডেকেছে রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড ট্রাস্ট মামলায়। দুটো কাকতালীয় হলেও কংগ্রেস গর্জন করছে, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে মঙ্গলবার ইডির তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরার মধ্যেও তৃণমূল বিজেপির প্রতিহিংসা দেখছে। অভিষেক নিজে মঙ্গলবার রাতে ত্রিপুরা থেকে দিল্লি পৌঁছেছেন। কনস্টিটিউশন ক্লাব এর বৈঠকে তিনিও থাকবেন। তবে, এই বৈঠকে প্রতিনিধিত্বের ক্ষেত্রে বড় নামগুলির অনুপস্থিতি কিঞ্চিৎ বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। সিপিএম এর পক্ষে এই বৈঠকে থাকতে পারেন এলবারাম করিম এবং বিপিন বিশ্বাস, সিপিআই এর পক্ষে থাকবেন ডি রাজা, কংগ্রেসের পক্ষে মল্লিকার্জুন খার্গে ও জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির পক্ষে রামগোপাল যাদব এবং শিবসেনার পক্ষে সঞ্জয় রাউত কে পাঠানোর চেষ্টা চলছে।