ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

ভারত

রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকের জন্য মমতা দিল্লিতে, ফের ইডির জেরায় রাহুল

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ১৫ জুন ২০২২, বুধবার, ১১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৩ অপরাহ্ন

দুটি ঘটনার মধ্যে কোনও মিলই নেই। তবু, পাখির চোখ আজ রাজধানীর এই দুটো ঘটনায়। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আজ বেলা তিনটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি বিরোধী ঐক্যমত গড়ে তোলার বৈঠক। আর এদিনই ইডি তৃতীয়বারের জন্য জেরায় ডেকেছে রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড ট্রাস্ট মামলায়। দুটো কাকতালীয় হলেও কংগ্রেস গর্জন করছে, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে মঙ্গলবার ইডির তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরার মধ্যেও তৃণমূল বিজেপির প্রতিহিংসা দেখছে। অভিষেক নিজে মঙ্গলবার রাতে ত্রিপুরা থেকে দিল্লি পৌঁছেছেন। কনস্টিটিউশন ক্লাব এর বৈঠকে তিনিও থাকবেন। তবে, এই বৈঠকে প্রতিনিধিত্বের ক্ষেত্রে বড় নামগুলির অনুপস্থিতি কিঞ্চিৎ বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। সিপিএম এর পক্ষে এই বৈঠকে থাকতে পারেন এলবারাম করিম এবং বিপিন বিশ্বাস, সিপিআই এর পক্ষে থাকবেন ডি রাজা, কংগ্রেসের পক্ষে মল্লিকার্জুন খার্গে ও জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির পক্ষে রামগোপাল যাদব এবং শিবসেনার পক্ষে সঞ্জয় রাউত কে পাঠানোর চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
মমতা মঙ্গলবার দিল্লি পৌঁছেই এনসিপি প্রধান শারদ পাওয়ারের বাড়িতে যান। দুজনের মধ্যে আধাঘন্টা কথা হয়। শারদ কি এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী মুখ? মমতা জানিয়েছেন, যা বলার তিনি বুধবারের বৈঠকের শেষে বলবেন।    

 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status