ভারত
পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর অন্যতম প্রধান পদে দাউদ ইব্রাহিম!
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৯ অপরাহ্ন
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ‘ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সি’ বা আইএসআই-এর অন্যতম প্রধান পদে বসানো হয়েছে আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে। মুম্বাই থেকে প্রকাশিত দৈনিক ফ্রি প্রেস জার্নাল এই খবর দিয়েছে। বাবরি মসজিদে হামলার বদলা হিসেবে মুম্বাইয়ে যে সিরিয়াল ব্লাস্ট হয় তার মাস্টারমাইন্ড ছিলেন এই দাউদ ইব্রাহিম। ওই হামলায় ২৬৭ জন নিহত হয়েছিলেন। এরপর তিনি দুবাই হয়ে পাকিস্তানে আশ্রয় নেন। করাচির ক্লিফটন রোডে ডেরা বাঁধেন তিনি। বারবার আইএসআইয়ের সঙ্গে দাউদের যোগ নিয়ে সরব হয়েছে ভারতীয় নিরাপত্তা এজেন্সি। কিন্তু পাকিস্তান তা বরাবরই অস্বীকার করেছে।
ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন যদি সঠিক হয় তাহলে এই প্রথম আইএসআই এবং দাউদ এর সম্পর্ক প্রকাশ্যে আসতে চলেছে। ফ্রি প্রেস এর প্রতিবেদন অনুযায়ী, দাউদ ইব্রাহিম এর গুপ্তচরবৃত্তি যেভাবে পাকিস্তানকে উপকৃত করেছে তারই পুরস্কার স্বরূপ দাউদ কে আইএসআইয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। দাউদ যদি সত্যিই আইএসআইয়ের সঙ্গে যুক্ত হন তাহলে ভারতের জন্যে বিষয়টি মোটেই প্রীতিপ্রদ হবে না। উল্লেখ্য যে, দাউদের নাম আজও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকার শীর্ষে।