ভারত
শুরুতেই হোঁচট বিশ্বকাপে, বুধবার বাতিল হচ্ছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

বুধবার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন পাকা। অগ্রিম পৌঁছে গেছে শিল্পীদের কাছে। আশা ভোসলে, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন ছাড়াও রণবীর সিং, বরুন ধাওয়ান, তামান্না ভাটিয়াদের এই অনুষ্ঠানে অংশ নেয়ার কথা।
সংগীতশিল্পীরা তাদের ব্যান্ডের মহড়া সারবেন মঙ্গলবার সন্ধ্যায় এটাও পাকা। কিন্তু, যা পাকা নয় তা হলো অনুষ্ঠানটি বুধবার আদৌ হবে কি-না। বিশ্বকাপের তারিখ, কেন্দ্র এবং টিকিট স্ক্যামের সঙ্গে যুক্ত হতে চলেছে একটি বড় কেলেঙ্কারি।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্র অনুযায়ী, বুধবারের অনুষ্ঠানটি বাতিল করা হচ্ছে। কোনও যুক্তিগ্রাহ্য কারণ দেখাচ্ছে না বিসিসিআই। শুধু জানানো হচ্ছে, এবার কোনও উদ্বোধন অনুষ্ঠানই হবে না। বুধবার দশ দলের ক্যাপ্টেন্স মিট এবং লেজার শো ছাড়া কিছু হবে না। সমাপ্তি অনুষ্ঠানে যাতে এই তারকারা থাকেন সেই চেষ্টা করা হবে। অনুষ্ঠান যদি সত্যিই বাতিল হয় তাহলে তার পিছনে জাস্টিস ফর শিখ এর খালিস্তানি হুমকির ভূমিকা আছে কি? কেউ স্পষ্টভাবে কিছু বলছেন না।
পাঠকের মতামত
বাহ! কত নিরাপদ দেশ!!!! ওদের।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]