ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

নারী কাবাডিতে নেপালের কাছে হেরে পদক হাতছাড়া

৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
mzamin

অন্যরা দিনে দিনে এগিয়ে যাচ্ছে আর সমান গতিতে পেছাচ্ছে বাংলাদেশের কাবাডি। গতকাল তার প্রমাণ মিলেছে হাংজুর জিংওসাং গোয়ালি ইনডোর স্পোর্টস সেন্টারে। যেখানে নেপাল কাবাডি দলের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। জাতীয় খেলা হলেও হাংজুর কাবাডি কোর্টে নেপালই আধিপত্য দেখিয়েছে ম্যাচ জুড়ে। প্রায় প্রতিটি রেইডে নেপাল বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট নিয়েছে। ম্যাচের প্রথমার্ধেই ছিটকে যায় বাংলাদেশ। ম্যাচের সময় যত গড়িয়েছে বাংলাদেশের হারের ব্যবধান শুধুই বেড়েছে। ম্যাচটি শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ২৪-৩৭ ব্যবধানে। একই ভেন্যুতে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও পুরুষ কাবাডিতে অবশ্য জিতেছে বাংলাদেশ দল। গ্রুপের প্রথম ম্যাচে জাপানকে ৫২-১৭ পয়েন্টে হারিয়েছে তুহিন তরফদাররা। পুরুষ কাবাডিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও জাপান। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠতে শীর্ষ দুইয়ে থাকতে হলে হারাতে হবে থাইল্যান্ড ও চাইনিজ তাইপেকে, যা বাংলাদেশের জন্য কষ্টকরই। এশিয়ান গেমসে নারী কাবাডি ইভেন্টে ‘এ’ গ্রুপে চার আর ‘বি’ গ্রুপে তিন দল। বাংলাদেশ পড়েছে ইরান ও নেপালের সঙ্গে ‘বি’ গ্রুপে। প্রতি গ্রুপের দু’টি করে দল সেমিফাইনাল খেলবে। কাবাডিতে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত। গত এশিয়াডে নারী কাবাডিতে স্বর্ণ জেতা ইরান এই গ্রুপে সেরা হবে অনুমেয়। তাই বাংলাদেশ ও নেপালের মধ্যকার গতকাল গ্রুপ পর্বের ম্যাচটি ছিল অলিখিত কোয়ার্টার ফাইনাল। জিতলে পদক, এই চাপই নাকি মেয়েরা নিতে পারেনি বলে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক হাজী মোজ্জাম্মেল হক। যদিও মেয়েদের খেলা দেখে এক বারের জন্যও মনে হয়নি তারা চাপে হেরেছেন। পরিষ্কার আধিপত্য বিস্তার করেই ম্যাচটি ছিনিয়ে নিয়েছে নেপাল। ফিটনেস, রেইড, ক্যাচিং কোন কিছুতেই নেপালের মেয়েদের ধারে কাছে যেতে পারেনি বাংলাদেশ। জাকার্তা এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া হয়েছিল জাতীয় নারী কাবাডি দলের। ‘নেপাল লজ্জায়’ সেই পদক পুনরুদ্ধারের স্বপ্ন ধুলিসাৎ হলো বাংলাদেশের।

বাংলাদেশ দলের সবাই কর্পোরেট কাবাডি টুর্নামেন্ট থেকে উঠে আসা নতুন প্রজন্মের খেলোয়াড়। প্রায় চার বছর ধরে ভারতীয় কোচ রমেশ ভিন্ডিগিরির তত্ত্বাবধানে অনুশীলন করেছে তারা। হাংজুতে আসার আগে ভারতের রাও একাডেমিতে দেড় মাস প্রস্তুতি নিয়েছে মেয়েরা। কিন্তু ফলাফল শূন্য। কাড়ি কাড়ি টাকা খরচ করেও লাভ হয়নি। নেপাল, চাইনিজ তাইপে, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া যখন সুপার গতিতে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ ঠিক ততটা গতিতেই পিছিয়ে পড়ছে। অন্যরা করায়ত্ব করে নিচ্ছে কাবাডির সকল আধুনিক কলাকৌশল। যা হারিয়ে ফেলছে বাংলাদেশ। সেটা মানছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও দলের ম্যানেজার গাজী মোজাম্মেল হক। তিনি বলেন, আমরা এগিয়েছি। তবে অন্যরা যে গতিতে এগিয়েছে আমরা হয়তো তাদেও সঙ্গে তাল মেলাতে পারছি না, তাই এসব আসরে সুবিধা করতে পারছি না।’ ২০১৯ সালে দক্ষিণ এশীয় (এসএ) গেমসে স্বাগতিক নেপালের কাছে হেরে চতুর্থ হয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। পাঁচ বছর পর এসে এশিয়াডের মতো বড় আসরে দেখা গেল সেই নেপালেই আটকে রয়েছে জাতীয় নারী কাবাডি দল। এমন হারের কারণ খুঁজতে গিয়ে জানা গেল অভিজ্ঞতার কাছেই হেরেছে বাংলাদেশ। দলের সহকারী কোচ শাহনাজ পারভীন মালেকা জানিয়েছেন, ‘আসলে আমরা অভিজ্ঞতার কাছেই হেরে গেছি। কারণ নেপালের মেয়েরা অনেক অভিজ্ঞ। আমার সময়ের মেয়েরা এবারও খেলেছে। আর পুরোটাই তরুণ দল নিয়ে এসেছিলাম আমরা। তাই হেরে গেছি।’ অভিজ্ঞতার ঘাটতির কথা স্বীকার করে মোজাম্মেল হক বলেন, ‘আমাদের মেয়েরা একেবারেই নতুন। তাদেরকে আরও সময় দিতে হবে। অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন রয়েছে।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status