খেলা
র্যাপিড ফায়ারে শান্তর মুখোমুখি হয়ে যা বললেন শরিফুল
স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
বিশ্বকাপের মূল আসর শুরুর আগে ক্রিকেটারদের মানসিকভাবে উৎফুল্ল রাখতে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে দলগুলো। এমন উদ্দেশ্যেই নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামকে নিয়ে একটি র্যাপিড ফায়ার আয়োজন করেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেখানেই বিভিন্ন প্রশ্নের মধ্যে ২০২০ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়কে জীবনের সেরা স্মৃতি হিসেবে আখ্যা দেন শরিফুল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় বাংলাদেশের ক্রিকেট তো বটেই খেলাধুলার ইতিহাসেই অন্যতম সেরা অর্জনের একটি। যে কোনো বিভাগেই এটিই একমাত্র বিশ্বকাপ জয়। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজীদ হাসান তামিম, তানজিম হাসান সাকিবরা রয়েছেন এবারের ওয়ানডে বিশ্বকাপের দলে।
বর্তমানে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে আছে বাংলাদেশ দল। সেখানেই র্যাপিড ফায়ার পর্বে দলের সহ অধিনায়ক শান্তর মুখোমুখি হন শরিফুল। সেখানে এই বাঁহাতি পেসারের কাছে প্রথম প্রশ্নে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে একজনকে বেছে নিতে বলা হয়। বাবা-মা ও স্ত্রীকে বেছে নেন শরিফুল। তবে শান্ত জানান একজনকে বেছে নিতে হবে। তখন তার সহজ স্বীকারোক্তি, মা।
ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে শৈশবের কোচ আলমগীর কবিরের নাম বলেন শরিফুল। অবসর সময়ে মাছ ধরতে পছন্দ করেন তিনি। বাঁহাতি এই পেসারের পছন্দের খাবারও মাছ। তবে নিজে রান্না করতে পারেন শুধু আলু ভর্তা।
ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে পছন্দের মুহূর্ত হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (২০২০)কে বেছে নিয়েছেন শরিফুল। ফাইনালের মঞ্চে অন্য ভারতীয় ব্যাটাররে দ্রুত ফিরলেও একপাশ আগলে ছিলেন যশস্বী জয়সওয়াল। শেষ পর্যন্ত শরিফুলের বলে আউট হয়ে ফেরেন তিনি। তাকে আউট করার পর শরীফুল ‘চুপ’ করার ভঙ্গিতে উদযাপন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ওই আসরের অন্যতম আইকনিক ছবির একটা ছিল। দলের সবচেয়ে ফ্যাশনেবল ক্রিকেটার হিসেবেও তাসকিনকে বেছে নেন এই বাঁহাতি পেসার। ক্রিকেটের বাইরে শরিফুলের প্রিয় খেলা ভলিবল, এরপর ফুটবল। এই পোগ্রামেই শেষ প্রশ্নে টাইগারদের সবচেয়ে ফানি চরিত্র হিসেবে তাসকিনকে বেছে নেন শরিফুল। তিনি বলেন, তাসকিন ভাই। উনি ফান এবং সিরিয়াস দুইটাই সমানভাবে করেন।