ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

পাকিস্তানকে ফাইনালে দেখছেন না ওয়াকার ইউনুস

স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
mzamin

আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপকে সামনে রেখে সরগরম বৈশ্বিক ক্রিকেট। বিশ্বকাপের উন্মাদনায় যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। অংশ নেয়া দলগুলোর সম্ভাবনা বিচার বিশ্লেষণ করে দিচ্ছেন ভবিষ্যদ্বাণী। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলবে কোন দুই দল? ক্রীড়া টিভি চ্যানেল স্টার স্পোর্টসের প্লাটফর্মে সম্ভাব্য দুই ফাইনালিস্টের নাম প্রেডিক্ট করেছেন ওয়াকার ইউনুস, মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, শেন ওয়াটসন, জ্যাক ক্যালিসসহ ১২ জন সাবেক কিংবদন্তি ক্রিকেটার। তার মধ্যে দুই ক্যারিবীয় গ্রেট মুরালিধরন এবং গেইল ফাইনালিস্ট হিসেবে বেছে নিয়েছেন ভারত ও পাকিস্তানকে। তবে গ্রিন ক্যাপদের সাবেক পেসার ওয়াকার ইউনুস বাবর-রিজওয়ানদের ফাইনালে দেখছেন না। স্টার স্পোর্টসের এক্স (টুইটারের নতুন নাম) অ্যাকাউন্ট থেকে ৫৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে সাবেক ক্রিকেটাররা ফাইনালিস্ট হিসেবে দুই দলের নাম ঘোষণা করেন। সেখানে ওয়াকার ইউনিস ভারতের সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ফাইনালিস্ট হিসেবে বেছে নেন। স্টার স্পোর্টসকে পাঠানো ভিডিও বার্তায় ইউনুস বলেন, ‘ইংল্যান্ড ফাইনাল খেলবে। সম্ভবত ভারতও।’ ওয়াকার ইউনিস পাকিস্তানকে সম্ভাব্য তালিকায় না রাখলেও মুরালিধরন, গেইলের সঙ্গে ভারতের উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক ভারতীয়দের সঙ্গে পাকিস্তানকেও ফাইনালে দেখছেন। কার্তিক বলেন, ‘আমার মনে হয় ভারত ও পাকিস্তান বিশ্বকাপের ফাইনাল খেলবে।’ কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন বলেন, ‘ফাইনালে ভারত ও পাকিস্তানের লড়াই দেখতে পছন্দ করব আমি।’ ক্রিস গেইল বলেন, ‘আশা করছি ভারত ফাইনাল খেলবে। পাকিস্তানও ফাইনালে যাবে।’ দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য দুই ফাইনালিস্ট হিসেবে ভারত ও ইংল্যান্ডকে বেছে নেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন ফাইনালে তার দেশের মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকা। আরেক সাবেক অজি অলরাউন্ডার শেইন ওয়াটসনের ভবিষ্যদ্বাণী অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে বেছে নিয়েছেন তিন দলকে। তিনি বলেন, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে একদল ফাইনাল খেলবে। এই দুই দলের মধ্যে একদল ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে ভারতকে। সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন বেছে নিয়েছেন ভারত-ইংল্যান্ডকে। ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান বলেন, ‘ভারত ও দক্ষিণ আফ্রিকার ফাইনাল দেখতে চাই আমি।’ সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেন, ‘আশা করছি, বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে আমি অস্ট্রেলিয়াকে বেছে নেবো।’ ভারতের সাবেক ক্রিকেটার পিযুস চাওলা নিজের দেশের সঙ্গে বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে বেছে নিয়েছেন ইংল্যান্ডকে।  

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status