খেলা
আরচারির গল্পও হতাশার
স্পোর্টস রিপোর্টার, হাংজু (চীন) থেকে
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
কাবাডির মতো আরচারির সকালটাও মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ছয় ইভেন্টের মধ্যে শুধুমাত্র রিকার্ভ পুরুষ দলগত বিভাগে কোয়ার্টারে উঠেছেন বাংলাদেশের রোমান সানা, মোহাম্মদ হাকিম রুবেল ও সাগর ইসলাম। বাকি পাঁচটিতেই প্রি-কোয়ার্টারে বিদায় নিয়েছে রোমান-দিয়ারা। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছেন দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। দিয়া দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীর কাছে আর রুবেল দারুণ লড়াই করে শুটঅফে হেরেছেন ভারতের প্রতিযোগীর কাছে।
ফুংইং স্পোর্টস সেন্টারে আগের দিন র্যাঙ্কিং রাউন্ডে শীর্ষ দুইয়ে ছিলেন না রোমান সানা। একারণেই গেমসের নিয়মানুযায়ী ব্যক্তিগত ইভেন্টে খেলতে পারেননি দেশ সেরা এই আরচার। তবে রিকার্ভ দলীয় ইভেন্টে হাকিম রুবেল ও সাগর ইসলামকে সঙ্গে নিয়ে প্রি-কোয়ার্টার ফাইানালের বৈতরণী পার করেছেন সরাসরি অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করা এই আরচার। ভিয়েতনামের বিপক্ষে নির্ধারিত চার সেটে ৪-৪ সমতা ছিল। শুট অফে বাংলাদেশের তিন আরচার রোমান সানা, সাগর ও রুবেল ত্রিশের মধ্যে ২৮ স্কোর করেন। ভিয়েতনামের আরচাররা ২৫ করায় রিকার্ভ পুরুষে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। আজ থাইল্যান্ডের বিপক্ষে খেলবেন রোমানরা। রিকার্ভ পুরুষ দলগত ছাড়া বাকি পাঁচ দলগত ইভেন্টেই ব্যর্থতার গল্প। রিকার্ভ মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকী ও সাগর ইসলাম ৫-৩ সেট পয়েন্টে হারেন। কম্পাউন্ড মিশ্রে বন্যা আক্তার ও মোহাম্মদ আশিকুজ্জামান জুটি প্রথম তিন সেটে ১১৬-১১৪ পয়েন্টে এগিয়ে ছিলেন। চতুর্থ ও শেষ সেটে ভিয়েতনামের কাছে হেরে ছিটকে যান তারা। কম্পাউন্ড পুরুষ দলগতে প্রথম তিন রাউন্ড সমান পয়েন্ট থাকলেও শেষ রাউন্ডে দুই পয়েন্টে পিছিয়ে পড়ায় মালয়েশিয়ান জুটির কাছে ২৩১-২২৯ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের মতো নারী দলগত ইভেন্টেও বিদায় নিয়েছে বাংলাদেশ। বন্যা আক্তার, শ্যামলী ও পুষ্পিতা জামানকে নিয়ে গঠিত কম্পাউন্ড নারী দল প্রথম দুই সেটেই দশ পয়েন্টে পিছিয়ে পড়ে। তৃতীয় সেটে তিন পয়েন্টের ব্যবধানে জিতলেও চতুর্থ সেটে ৫৪-৫৪ পয়েন্টে ড্র হওয়ায় এই দলগত ইভেন্টেও প্রি কোয়ার্টার থেকে বিদায় বাংলাদেশের। নারী রিকার্ভ দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে ৫-১ সেট পয়েন্টে হেরেছেন দিয়া-নিশো ও শিমু। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে হতাশ করেছেন রুবেল। প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিযোগিতার সঙ্গে এক পর্যায়ে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিলেন বাংলাদেশের আরচার। শেষ পর্যন্ত তিনিই কিনা ভারতের ধিরাজের কাছে শুটঅফে হেরেছেন ৫-৬ সেটে। মেয়েদের রিকার্ভেও ব্যক্তিগত ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ৬-০ সেটে হেরেছেন দক্ষিণ কোরিয়অর সিওন লিংয়ের কাছে। ব্যক্তিগত ইভেন্টের হতাশার গল্প লিখলেও রিকার্ভেও দলগত ইভেন্ট নিয়ে আশার কথা শোনালেন রোমান সানা। দশমাস পর আন্তর্জাতিক ইভেন্টে ফিরে নিজে সুবিধা করতে না পারলেও দলগত ইভেন্ট নিয়ে তিনি বলেন, ‘আলহামদুল্লিাহ টিমে তো আমরা অনেক ভালো করেছি। আমাদের অনেক বড় সুযোগ আছে। যে থাইল্যান্ডের সঙ্গে আমাদের খেলা তারা চাইনিজ তাইপেকে হারিয়ে দিয়েছে। তাইপে টপের দুই নাম্বার টিম। থাইল্যান্ড হারানোয় আমাদের জন্য কাজটা কিছুটা হলেও সহজ হয়ে যাবে। তাদেরকে হারাতে পারলে সেমিফাইনালে উঠবো।’