ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘এটা সম্ভব নয়’ চ্যাম্পিয়নস লীগের মাঠ দেখে নেইমার

স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার

সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর সময়টা ভালো কাটছে না নেইমারের। দলটির জার্সিতে এখনও গোলের দেখা পাননি তিনি। তবে এর মধ্যে কোচের সঙ্গে মনোমালিন্যের জন্য খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার এএফসি চ্যাম্পিয়নস লীগে ইরানের মাঠ নিয়ে সমালোচনা করে আলোচনায় এলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। 
এএফসি চ্যাম্পিয়নস লীগে আজ ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে মাঠে নামবে আল হিলাল। তবে ইরানের সবচেয়ে পুরোনো ফুটবল ক্লাবগুলোর অন্যতম নাসাজির আজাদি স্টেডিয়াম নিয়ে মোটেও খুশি নন নেইমার। একটি ভিডিওতে মাঠ নিয়ে অসন্তষ্টি জানিয়েছেন তিনি। আজাদি স্টেডিয়ামে  মাঠকর্মীদের মাঠ পরিচর্যার একটি ভিডিও শেয়ার করেছে সৌদি প্রো লীগ। সেখানে পাথুরে মাঠের ওপর কৃত্রিম ঘাসের আবরণ বসাতে দেখা যায় মাঠকর্মীদের। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে  ‘এই আজাদি স্টেডিয়ামে মঙ্গলবার আল হিলাল ও নাসাজি মাজান্দারানের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপর্যয়কর!’ সেই পোস্টে কমেন্ট করেছেন নেইমার, লেখেন,  ‘এটা সম্ভব নয়।’ সঙ্গে হতাশায় মুখ ঢাকার এবং অট্টহাসির ইমোজিও জুড়ে দেন বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা। নেইমারের মন্তব্যের পর আলোচনায় আসে বিষয়টি। নেইমারের কমেন্টের রিপ্লাইয়ে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জন রিপ্লাই দিয়েছেন। যেখানে কেউ তার পক্ষ নিয়েছেন আবার কেউবা তাকে কটাক্ষ করেছেন। ইরানি এক ফুটবল সমর্থক লিখেন, ‘ঘরের মাঠে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হারের পর কোনো কিছুই আর অসম্ভব নয়। আর সেখানে তুমিও ছিলে, প্রিয়।’ অনেকে নেইমারকে আরও ভয়ঙ্কর কিছুর জন্যও অপেক্ষা করতে বলেন। তিনি লিখেন,  ‘এখনো আসলে তুমি কিছুই দেখনি। অর্থাৎ এর চেয়ে ভয়ঙ্কর কিছুও হয়তো নেইমারদের জন্য অপেক্ষা করছে।’ আরেকজন লিখেছেন, ‘সৌদি যে পরিমাণ অর্থ দিচ্ছে, সেটাও সম্ভব নয়।’ এএফসি চ্যাম্পিয়নস লীগে নিজেদের প্রথম ম্যাচে ‘ডি’ গ্রুপে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল হিলাল। এই ম্যাচে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন নেইমার। এর সঙ্গে তাকে দেখতে হয় হলুদ কার্ড।

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status