খেলা
‘ভারতের বিপক্ষে খেলতে ভয় পায় পাকিস্তানের ক্রিকেটাররা’
স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারওয়ানডে বিশ্বকাপের রাউন্ড রবিন লীগে পাকিস্তান-ভারতের মুখোমুখি লড়াইকে ভাবা হচ্ছে সবচেয়ে ‘হাই ভোল্টেজ’ ম্যাচ। ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা তো তো বাড়তি আবেদন রাখেই। তাছাড়া দুই দেশের রাজনৈতিক বৈরিতাও তাদের লড়াইয়ে মাহাত্ম্য বাড়িয়ে দেয় কয়েকগুণ। ভারতের মাটিতে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের চাপ সামলাতে পারবে তো পাকিস্তান? দলটির সাবেক ক্রিকেটার মঈন খান বলেন, ভারতের মুখোমুখি হলেই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে বাবর-রিজওয়ানরা। ৫ই অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপ। ৬ই অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে পাকিস্তান। তার দু’দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে ভারত। আর আগামী ১৪ই অক্টোবর দুপুর আড়াইটায় শুরু হবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ। সবশেষ এশিয়া কাপের প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মঈন খান বলেন, ‘আমি এটা দেখেছি। খেলোয়াড়দের ভীত মনে হচ্ছিল। তাদের দেখে মনে হচ্ছিল, তারা বাবরকে পরামর্শ দিতে ইতস্তত করছে; সেটা হোক রিজওয়ান, শাহীন আফ্রিদি কিংবা শাদাব খান। এটা স্পষ্ট ছিল যে তারা দল হিসেবে খেলেনি। কোনো আলোচনা ছিল না, সেটা থাকলেও হয়তো মাঠে এর প্রতিফলন ছিল না।’ মঈন খান বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে গেলেই পাকিস্তানের খেলোয়াড়েরা ভয় পাওয়া শুরু করে। ভয় পেয়ে যাওয়া খেলোয়াড়দের পরামর্শ কোনো কাজে আসে না।’ এশিয়া কাপের গ্রুপপর্ব এবং সুপার ফোর মিলিয়ে মোট দুইবার দেখা হয় ভারত ও পাকিস্তানের। বৃষ্টির কারণে গ্রুপপর্বের ম্যাচটি পরিত্যক্ত হয়। সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানের বড় ব্যবধানে হারায় ভারত। সেই ম্যাচে পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দেয় রোহিত শর্মারা। জবাবে ভারতীয়দের বোলিং তোপে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।