খেলা
সাকিবকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেন শান্ত
স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবারবিশ্বকাপের মূলপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই দুই ম্যাচে (শ্রীলঙ্কা ও ইংল্যান্ড) খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল। তবে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টসের আগে সাকিবকে নিয়ে সব শঙ্কা উড়িয়ে দেন টাইগারদের সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রস্তুতি ম্যাচে সাকিবের খেলার পিছনে দুইরকম তথ্য পাওয়া গিয়েছিল। অনুশীলনে বল খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। আরেকটি হলো মূলপর্বের আগে ফিট থাকতে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিবকে। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ফলে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা নিয়ে শঙ্কা বেড়েই যাচ্ছিল। অধিনায়কের ফিটনেস নিয়েও কানাঘুষা বাড়ছিল। প্রথম ম্যাচে মেহেদীন হাসান মিরাজ অধিনায়কত্ব করেছিলেন। আর গতকাল ইংলিশদের বিপক্ষে টস করে দেখা যায় নাজমুল হোসেন শান্ত। তখনই স্বাভাবিকভাবেই সাকিবের ফিটনেসের প্রশ্নটি এসেছে। সেখানে সাকিব ঠিক আছেন বলে নিশ্চিত করেন শান্ত।
শান্ত বলেন, ‘সাকিব শতভাগ ফিট আছেন এবং (বিশ্বকাপে) প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আছে।’ টসে জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে তিনি বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। আগে ব্যাটিং করার সুযোগ পাওয়াটা ভালো।’
প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। নানা বিতর্ক সঙ্গী করে বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগাররা ভারতে এখন পর্যন্ত স্বস্তিতেই আছে। আর সাকিবকে নিয়ে শান্ত বার্তা সমর্থকদেরও এবার স্বস্তি দিবে।