বিশ্বজমিন
কোভিড ভ্যাকসিন উন্নয়নে অবদান, চিকিৎসায় নোবেল জিতলেন দুই গবেষক
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ অপরাহ্ন

কোভিডের ভ্যাকসিন আবিষ্কার করে এ বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতেছেন দুই গবেষক। যৌথভাবে নোবেল জেতা ওই দুই গবেষক হচ্ছেন, ক্যাটালিন কারিকো এবং ড্রিউ ওয়েইজম্যান। এরমধ্যে ক্যাটালিন হাঙ্গেরির নাগরিক আর ড্রিউ মার্কিন নাগরিক। সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটির ওয়েবসাইটেও তাদের নোবেল জয়ের কথা ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই দুই গবেষক কোভিডের ভ্যাকসিন আবিষ্কারের পেছনে ‘অভূতপূর্ব’ অবদান রেখেছেন। তারা ‘আধুনিক সময়ে মানব-স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি’র মধ্যে ভ্যাকসিন আবিষ্কারে কাজ করেছেন। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ২০২০ সালের প্রথম দিকে শুরু হওয়া কোভিড মহামারির বিরুদ্ধে ‘কার্যকর’ এমআরএনএ ভ্যাকসিন তৈরির জন্য এই দুই গবেষকের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এমআরএনএ কীভাবে মানুষের ইমিউন সিস্টেমের সঙ্গে মিথস্ক্রিয়া করে সে সম্পর্কে জানা-বোঝায় মৌলিক পরিবর্তন এসেছে তাদের ‘যুগান্তকারী’ গবেষণার মাধ্যমে।
উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাবিজ্ঞানের নোবেল। ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
পাঠকের মতামত
দুঃখিত গনতন্ত্রের কোন কোঠা নেই।তাহলেও এই সরকারই পেতো।
আপনারা খুব নিষ্ঠুর। বারবার ইনিয়ে-বিনিয়ে নোবেলের খবর দিয়ে দিয়ে আমাদের চেতনাতো ভাই-বোনদের মনে, তাদের সরলপ্রাণ বুবুজানের মনে বড় কষ্ট দেন।
এবার শান্তিতে নোবেল পুরস্কার পাবে বাংলাদেশ সরকার।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা/ মার্কিন শ্রমবিষয়ক মেমোরেন্ডামের টার্গেট হতে পারে বাংলাদেশ
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]