খেলা
‘তৃতীয় সর্বোচ্চ’ উইকেট শিকারি হিসেবে বিশ্বকাপে নামছেন সাকিব
স্পোর্টস ডেস্ক
২ অক্টোবর ২০২৩, সোমবার
৫ম ওয়ানডে বিশ্বকাপ খেলার অপেক্ষায় রয়েছেন সাকিব আল হাসান। ২০২৩ আসরে অংশ নেয়া বোলারদের মধ্যে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে বৈশ্বিক প্রতিযোগিতা শুরু করবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
২০০৭ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলেন সাকিব আল হাসান। সবশেষ ২০১৯ সালে চতুর্থবারের মতো ৫০ ওভারের বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেন টাইগার অধিনায়ক। এই ৪ আসরে ২৩৮.৫ ওভার বোলিং করে ১ হাজার ২২২ রানের খরচায় ৩৪ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ২০২৩ আসরে নিউজিল্যান্ডের স্কোয়াডে থাকা টিম সাউদিরও সমান সংখ্যক উইকেট রয়েছে। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বকাপের ১৮টি ম্যাচে ১৬২.২ ওভার করে ৯৭৪ রানের খরচায় ৩৪ উইকেট নেন তিনি।
সাকিব ও সাউদির আগে রয়েছেন নিউজিল্যান্ডের আরেক বোলার ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ উইকেটের মালিক হিসেবে ভারত বিশ্বকাপে নামছেন এই কিউই পেসার। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বকাপের ১৯টি ম্যাচে ১৮৪ ওভার বোলিং করে ১ হাজার ১০৪ রানের খরচ করেন বোল্ট। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক সর্বোচ্চ ৪৯ উইকেটের মালিক হিসেবে ২০২৩ বিশ্বকাপে অংশ নেবেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বকাপের ১৮টি ম্যাচ খেলে ১৫৬.১ ওভার বোলিং করে ৯৩৭ রান খরচ করেন তিনি।
আসন্ন বিশ্বকাপে সুযোগ পাওয়া সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের মধ্যে চতুর্থ স্থানে ভারতের মোহাম্মদ শামি। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ১১টি বিশ্বকাপের ম্যাচে ৯৬.১ ওভার বোলিং করে ৫৭৭ রানের খরচায় ৩১ রান করেন তিনি। ভারত বিশ্বকাপে অংশ নেয়া আর কোনো বোলারের ন্যূনতম ৩০টি উইকেট নেই। যৌথভাবে পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ডের লকি ফার্গুসন এবং ইংল্যান্ডের ক্রিস ওকসের ২১টি ওয়ানডে বিশ্বকাপ উইকেট রয়েছে। ২০ উইকেট নিয়ে এই তালিকায় ষষ্ঠ স্থানে টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।
ওয়ানডে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় যৌথভাবে ১৬তম স্থানে সাকিব আল হাসান ও টিম সাউদি। এই দু’জন সহ মোট পাঁচ বোলার ওয়ানডে বিশ্বকাপে ৩৪টি করে উইকেট নিয়েছেন। বাকি তিনজন হলেন- অস্ট্রেলিয়ার ব্রড হগ ও শন টেইট এবং পাকিস্তানের ইমরান খান।
সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের এই তালিকায় ট্রেন্ট বোল্টের অবস্থান এককভাবে দশম। এই লিস্টে যৌথভাবে পঞ্চম মিচেল স্টার্ক। অজি পেসারের সমান সংখ্যক ৪৯টি উইকেট রয়েছে সাবেক লঙ্কান পেসার চামিন্দা ভাসের। যৌথভাবে ২১তম স্থানে রয়েছেন মোহাম্মদ শামি। ভারতীয় পেসার বাদেও ওয়ানডে বিশ্বকাপে আরো দুই বোলার ৩১টি করে উইকেট পেয়েছেন। তারা হলেন- ভারতের সাবেক লেগ স্পিনার অনীল কুম্বলে এবং দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং অলরাউন্ডার শন পুলক।
ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় যৌথভাবে ৫৯তম মোস্তাফিজ। সমান সংখ্যক উইকেট নিয়েছেন সাবেক টাইগার পেসার আব্দুর রাজ্জাকও। এই দুইজন বাদে ওয়ানডে বিশ্বকাপে আরো ৬জন বোলার ২০টি করে উইকেট নিয়েছেন। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার মাইকেল হোল্ডিং ও কেমার রোচ, ইংলিশ পেসার জোফরা আর্চার, ভারতের যুবরাজ সিং ও হরভজন সিং।
ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রা। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত বিশ্বকাপের ৩৯ ম্যাচ খেলে ৭১ উইকেট সংগ্রহ করেন তিনি। তালিকার দুইয়ে শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বিশ্বকাপের ৪০টি ম্যাচ খেলে ৬৮ উইকেট নেন এই সাবেক অফস্পিনার।